HomeWest BengalKolkata Cityমঙ্গলবার সাত সকালেই তৃণমূলের চিকিৎসক-নেতার বাড়িতে হানা ইডির

মঙ্গলবার সাত সকালেই তৃণমূলের চিকিৎসক-নেতার বাড়িতে হানা ইডির

- Advertisement -

আরজি কর কাণ্ড নিয়ে ফের শহরের ৬টি জায়গায় তল্লাশি ইডির(ED Raid)৷ মঙ্গলবার সাত সকালেই তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি ইডির। বালিগঞ্জ সার্কুলার রোডে ঔষধ ব্যবসায়ীর বাড়িতেও হানা ইডির।

যদিও বৃহস্পতিবার বিটি রোডের কাছে শ্রীরামপুরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। ফের আজ মঙ্গলবার সকাল সকাল অ্যাকশন মুডে ইডি। শনিবার তিলোত্তনার খুন ও ধর্ষণ কাণ্ডে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই৷ সেই সঙ্গে ফের এই ঘটনায় গ্রেফতার করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে৷

   

হুগলির দাদপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাংলোতেও ইডি তল্লাশি শুরু করে দিয়েছে। এদিন সকাল ৬টা ৪৫ নাগাদ ইডির একটি টিম সুদীপ্ত রায়ের সিঁথির মোড়ের বাড়ি ও নার্সিংহোমে এসে পৌঁছয়। ভিতরে রয়েছেন সুদীপ্ত রায়ও। অন্যদিকে বালিগঞ্জ সার্কুলার রোডে সন্দীপ জৈনের বাড়িতে এদিন পৌঁছয় ইডি। চলছে তল্লাশি৷

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular