ED Raid: ‘সুজিত বসুকে নিয়ে যাবে ইডি’ চাপা গুঞ্জনে গরম দমদম

sujit bose

মন্ত্রী  সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি অভিযান (ED Raid) চলছে। কেন্দ্রীয় বাহিনী দিনে মন্ত্রীর বাড়ি ঘেরাও। আর্থিক গোয়েন্দা সংস্থা ঢুকে পড়েছে সুজিত বসুর বাড়িতে। দমদমে একাধিক জায়গায় চলছে অভিযান।

সুজিত বসুকে নিয়ে যাবে ইডি’ চাপা গুঞ্জনে গরম দমদম। সন্দেশখালিতে আক্রান্ত হবার পর সেই উত্তর ২৪ পরগনার জেলার দমদমে বিরাট অভিযান ইডির। দমদম থেকে বারাসত সর্বত্র জনতার জটলায় ইডির অভিযানের বিষয় আলোচিত হচ্ছে। তবে এবার ইডি নেমেছে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে। উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম‍্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে চলছে ইডির তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে।

   

সুজিত বসু শুধু একজন মন্ত্রী নন, শাসক দলের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে একজন। দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে সামলাচ্ছেন রাজ্যের মন্ত্রী পদ। রাজনৈতিক কেরিয়ার আরও দীর্ঘ। তার তত্ত্বাবধানেই লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো শহরের অন্যতম বড় পুজো হিসেবে চিহ্নিত হয়। সেখানেও ইডি গেছে।

কয়েক মাস আগে দুর্নীতির সঙ্গে কোনও রকম যোগ থাকার কথা অস্বীকার করেছিলেন সুজিত বসু। তাকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি। গত বছরের আগস্ট মাসে জানা যায়, সিবিআই নোটিস পাঠিয়েছে সুজিত বসুকে। ৩১ আগস্ট তার হাজিরা দেওয়ার কথা জানা গিয়েছিল সিবিআই সূত্রে। কিন্তু সেই ৩১ আগস্ট সিবিআই দফতরে না গিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন সুজিত। সেখানে তিনি দাবি করেছিলেন, তিনি কোনও নোটিস পাননি। তার প্রশ্ন ছিল, “নোটিস পেলে তবে তো যাব?” তিনি আরও বলেছিলেন, “৪০ বছরের রাজনীতিতে কেউ কোনও দিন প্রশ্ন তুলতে পারেনি।”

আদতে তিনি ছিলেন পুরসভার উপ পুর প্রধান। সেই কারণেই পুর নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছে বলে সূত্রের খবর। তিনি ওই পদে থাকাকালীন পুরসভার নিয়োগে দুর্নীতি হয়েছিল, এমন তথ্যই এসেছে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের হাতে।

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে দমদমের পাশাপাশি কলকাতায় বিবি গাঙ্গুলি স্ট্রিটে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ঢুকেছে ইডি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন