HomeWest BengalKolkata Cityশিক্ষক নিয়োগ দুর্নীতিতে ২৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ২৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

- Advertisement -

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবারও এক বড় পদক্ষেপ নিল ইডি (ED)। এই মামলার সঙ্গে জড়িত আরও ২৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডির তরফে জানানো হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতা জোনাল অফিস-২ অস্থায়ীভাবে ২৩০.৬ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, যা প্রসন্ন কুমার রায় এবং শান্তিপ্রসাদ সিনহা নামে এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থা, এলএলপির নামে রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তে এই সম্পত্তিগুলি করা হয়েছে।

   

এর আগে জানুয়ারি মাসে বলাকা আবাসনের বাড়ি ছাড়াও দুর্নীতি কাণ্ডের ‘মিডল ম্যান’ প্রসন্ন রায়ের বিলাসবহুল বাংলোয় হানা দিয়ে তিন ট্রাঙ্ক ভর্তি নথি বাজেয়াপ্ত করেন ইডি আধিকারিকরা। ইডির দাবি, অভিযানে ৪৯২টি দলিল হাতে পেয়েছে তারা। বাজেয়াপ্ত হওয়া দলিলপত্রের মধ্যে ৩৯২টি দলিল তার কার্যালয় থেকে তুলে আনা হয়। সম্পত্তিগুলি ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে কেনা হয়েছিল এবং ক্রয়ের সময় সম্পত্তির মূল্য হ্রাস করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল।

৯০টিরও বেশি সংস্থার সঙ্গে যুক্ত প্রসন্ন রায় নিউটাউনে একটি ট্রাভেল কোম্পানি এবং কাছেই একটি হোটেল চালান। অন্তত দুটি ছবিতে লগ্নিও করেছেন তিনি। তিনি একটি খনি ও খনন সংস্থাতেও বিনিয়োগ করেছিলেন। অন্তত দুটি পাইকারি কোম্পানির তালিকাও রয়েছে তার নামে। এই প্রসন্ন রায় ২০১৮ সাল পর্যন্ত কমপক্ষে ৮১ টি সংস্থার পরিচালক ছিলেন। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular