Kalighater Kaku: গ্রেফতার ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র

Kalighater Kaku

জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার হলেন ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku) সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ইডি) দফতরে সকাল ১১ টা নাগাদ পৌঁছান ‘কালীঘাটের কাকু’। তলবের প্ররিপ্রেক্ষিতে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এই প্রথমবার ইডি দফতরে গেলেন সুজয়।

প্রায় ১২ ঘণ্টা জেরে শেষে রাত সাড়ে দশটা নাগাদ তাকে গ্রেফতার করা হয়৷ এদিন সকালেই ইডি দফতরে কালিরঘাটের কাকুকে জেরা শুরু করা হয়৷ সকাল থেকেই টানা জেরা করা হয়৷ মোট তিন দফায় তাকে জেরা করেন ইডির অফিসাররা৷ রাত দশটা নাগাদ তাকে জেরা শেষে তার রিপোর্ট দিল্লিতে পাঠানো হয৷ দিল্লি থেকে সবুজ সংকেত পেতেই সুজয় ভদ্রকে গ্রেফতার করা হয়৷

   

ইডি সুত্রে জানা গিয়েছে, জেরা শুরু থেকেই ইডি অফিসারদের সঙ্গে অসহযোগিতার করেন কালিরঘাটের কাকু৷ এমনকি তিনি অনেক তথ্য গোপনও করেন৷ ইডি অফিসারদের মিস গাইড করার চেষ্টাও করা হয়েছে৷ তবে শুধু তদন্তে অসহযোগিতা নয়, সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ইডি অফিসাররা৷ বিশেষ করে লিপস অ্যান্ড বাউন্স সংস্থা সম্পর্কে মারাত্বক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারী সংস্থা৷ ফলে এই সংস্থাও বাংলার দুর্নীতি মামলায় জড়িয়ে গেল৷

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব করে ইডি। এর আগে ইডি তাঁর বেহালার বাড়ি, ফ্ল্যাট ও অফিসে ম্যারাথন তল্লাশি চালায়।

২০ মে সুজয়কৃষ্ণের বাড়ি সহ তাঁর একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির মোট ১৬টি ঠিকানায় ম্যারাথন অভিযান চালায় ইডি। ‘কালীঘাটের কাকু’-র বাড়িতে তল্লাশি চলে প্রায় ১৫ ঘণ্টা ধরে। ইডি দাবি করে ৩ টি কোম্পানির সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে।

গত সপ্তাহে ইডি ৩ টি কোম্পানির ডিরেক্টর, হিসাবরক্ষক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে। জানা গিয়েছে, তাদের সব বয়ান সামনে রেখেই সুজয়কৃষ্ণ ভদ্রকে আজ জিজ্ঞাসাবাদ করা হবে। তল্লাশির সময় হদিশ মেলে কোটি কোটি টাকার সম্পত্তির। মঙ্গলবার ইডি জানতে চাইতে পারে যে এই সমস্ত সম্পত্তি কার টাকায় কেনা হয়েছিল এবং সেই টাকা কোথা থেকে এসেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন