
রবিবার যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত একটি মিছিলের আয়োজন করে বিজেপি। ওই মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী নিজে। আর এই মিছিল থেকেই বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, “ইডি ফাঁদে পা দেয়নি”—এই মন্তব্য করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আইপ্যাক অফিসে তল্লাশি অভিযানের সময় সংস্থা যথেষ্ট সংযম ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে।
এদিন মিছিলে দলের বহু কর্মী-সমর্থক অংশ নেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে। মিছিল শেষে দেশপ্রিয় পার্কে বিজেপির একটি জনসভায় যোগ দেন শুভেন্দু(Suvendu Adhikari)। সেখান থেকেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে নিশানা করে একাধিক অভিযোগ তোলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কলকাতা অফিস এবং ওই সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালায়। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। বিরোধী দলনেতার মতে, ওই পরিস্থিতিতে ইডি যদি উত্তেজিত হয়ে কোনও বলপ্রয়োগ করত, তাহলে সেটাই হতো মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উদ্দেশ্য সফল করার রাস্তা।
শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari)অভিযোগ, “ওই দিন উনি চাইছিলেন, ইডি যেন তাঁকে তাঁর কাজে বাধা দিকয। তাহলে উনি সঙ্গে সঙ্গে ইডির বিরুদ্ধে মামলা করতেন এবং সহানুভূতি আদায়ের জন্য উডবার্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি হয়ে যেতেন।” তাঁর দাবি, গোটা ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক নাটক তৈরি করাই ছিল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। তবে ইডি সেই ‘ফাঁদে পা দেয়নি’ বলেই মন্তব্য করেন শুভেন্দু(Suvendu Adhikari)। তাঁর কথায়, তদন্তকারী সংস্থা আইন মেনে, শান্তভাবে এবং কোনও রাজনৈতিক প্ররোচনায় না গিয়ে নিজের দায়িত্ব পালন করেছে।









