লোকসভা ভোটের মুখে ফের একবার রাজ্য ডিজিতে মুখ বদল করল নির্বাচন কমিশন। তবে এবার নতুন নাম ঘোষণা হল। রাজ্যের নতুন ডিজি হলেন সঞ্জয় মুখার্জি (Sanjay Mukherjee)।
Advertisements
গতকাল সোমবার রাজীব কুমারকে অপসারণের নির্দেশ দেয় কমিশন। এরপর গতকাল অন্তর্বর্তী ডিজির দায়িত্ব দেওয়া হয় বিবেক সহায়কে। লোকসভা নির্বাচনের আগে সোমবার নির্বাচন কমিশন ছয় রাজ্যের স্বরাষ্ট্র সচিব, পশ্চিমবঙ্গের মহাপরিচালককে অপসারণের নির্দেশ দেয়।
Advertisements
ECI appoints Sanjay Mukherjee as the new DGP of West Bengal. pic.twitter.com/Al6ehH1k9I
— ANI (@ANI) March 19, 2024