HomeBharatশিয়রে দুর্গাপুজো, হাওড়া থেকে একগুচ্ছ ট্রেন চালানোর ঘোষণা রেলের

শিয়রে দুর্গাপুজো, হাওড়া থেকে একগুচ্ছ ট্রেন চালানোর ঘোষণা রেলের

- Advertisement -

দুর্গাপুজোর আবহে নতুন করে রেল যাত্রীদের জন্য সুখবর আনল পূর্ব রেল। এবার হাওড়া (Howrah) থেকে একগুচ্ছ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। শুধু পুজোর মাসই নয়, আগামী ২৯ ডিসেম্বর, ২০২৪ অবধি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল।

এক ধাক্কায় ৫৩,০০০ আসন সহ একগুচ্ছ ট্রেন চালাবে রেল। আর এই ট্রেনগুলি ছাড়বে হাওড়া স্টেশন থেকে। সামাজিক মাধ্যমে পূর্ব রেলের তরফে তরফে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এবার ৬ সেপ্টেম্বর থেকে আগামী ২৯ সেপ্টেম্বর অবধি প্রতি রবিবার হাওড়া থেকে পাটনা অবধি ট্রেন চালানো হবে। ট্রেনগুলি আপ এবং ডাউন মিলিয়ে ২৬টি ট্রিপ মারবে।

   

May be an image of train and text

জানা গিয়েছে, ট্রেন নম্বর ০২০২৩ দুপুর ১৪:১৫ মিনিট নাগাদ হাওড়া থেকে পাটনার উদ্দেশ্যে ছাড়বে। সেটি পাটনায় ঢুকবে রাত ২২:৩০ মিনিট নাগাদ। অন্যদিকে পাটনা স্টেশন থেকেও প্রতি রবিবার আগামী ২৯ ডিসেম্বর অবধি ট্রেন চালাবে পূর্ব রেল।

ট্রেন নম্বর ০২০২৪ ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে সকাল ৫:৩০ মিনিটে। এরপর সেটি হাওড়া ঢুকবে দুপুর ১৩:২৫ মিনিটে। এই ট্রেনগুলি মোট ১৫টি স্টেশনে দাঁড়াবে। এই স্টেশনগুলি হল ঝাঝা, জসিডিহ, মধুপুর, জামতারা, চিত্তরঞ্জন, আসানসোল এবং দুর্গাপুর।

এই ট্রেনগুলিতে যাত্রীদের যাতে ভ্রমণ করতে অসুবিধা না হয় সেটার জন্য সবরকম ব্যবস্থা করেছে রেল। এই ট্রেনগুলিতে সেকেন্ড ক্লাস, এসি চেয়ার কারের ব্যবস্থা থাকবে। পাটনায় এমন অনেক জায়গা রয়েছে যেখানে পুজোর সময়ে আপনি অনায়াসেই ঘুরে আসতে পারবেন। সেইসঙ্গে জসিডিহ-তেও রয়েছে বেশ কিছু ঘোরার জায়গা। ফলে পুজোর সময়ে কোথায় ঘুরতে যাবেন তা নিয়ে চিন্তা করার দিন শেষ। 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular