কোটি কোটি টাকার দুর্গাপুজোর শোভাযাত্রায় মমতা হাঁটলেন

ইউনেস্কো (UNESCO)-কে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার দুর্গাপূজার (Durga Puja) বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টিকে মাথায় করে এদিনের শোভাযাত্রায় পা মিলিয়েছেন বিপুল মানুষ।

দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। এদিন রেড রোডে ইউনেস্কোর প্রতিনিধিদের সম্বর্ধনা জানানো হয়েছে। জোড়াসাঁকো থেকে রেড অবধি হয় মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ থেকেই আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেল। সমস্ত ধর্ম, বর্ণকে নিয়ে এগিয়ে চলব আমরা। ইউনেসকোকে ধন্যবাদ। সারা বিশ্বকে ধন্যবাদ।’’

   

কোটি কোটি টাকা খরচ করে এই শোভযাত্রা ঘিরে বিতর্ক কম না। খোদ মুখ্যমন্ত্রী নিজেই রাজ্য কোষাগারের করুণ হাল জানিয়েছেন। এর পরেও সর্বজনীন ক্লাবগুলিকে ষাট হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেন। এই অনুদান রুখতে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। এর মাঝে ইউনেস্কোকে সম্মান জানাতে তিনি বিরাট শোভাযাত্রা করলেন। এই শোভাযাত্রার খরচ নিয়েও তুমুল বিতর্ক চলছে। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন