কলকাতা, ২৩ সেপ্টেম্বর: গতকাল রাতের তুমুল বৃষ্টিতে কলকাতা জলমগ্ন (Durga Puja)। চারিদিকে শুধু জল আর জল। উত্তর কলকাতা থেকে দক্ষিণ সর্বত্রই একই জলছবি। তার মধ্যেই ইলেক্ট্রিকের তার বিপর্যয় ঘটে নেতাজীনগর, যাদবপুর সহ বেশ কিছু জায়গায় প্রায় ৭ জন মানুষের মৃত্যু হয়েছে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী দুদিন অর্থাৎ ২৪ এবং ২৫ সেপ্টেম্বর স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক্সহান্ডেলে পোস্ট করে বলেছেন এক অভূতপূর্ব দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে। মাননীয়া মুখ্যমন্ত্রীর উপদেশে এই দুর্যোগে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে আগামী কাল এবং পরশু, অর্থাৎ ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত বিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এই দুর্যোগের সময় সমস্ত শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের অনুরোধ রইল তাঁরা বাড়ি থেকেই যেন নিত্যপ্রয়োজনীয় কাজকর্মগুলি করেন। ২৬ সেপ্টেম্বর থেকে যেহেতু সরকারীভাবে পুজোর ছুটি পড়ছে, তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। এই পোস্টে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, নিত্য প্রয়োজনীয় কাজ কিভাবে বাড়িতে থেকে করতে হয় তা কি শিক্ষামন্ত্রী রাজ্যের মানুষকে জানাবেন।
আবার অনেকেই সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। বলেছেন কলকাতার যা অবস্থা এবং রাস্তা এতো বিপজ্জনক হয়ে আছে বিশেষ করে স্কুল পড়ুয়াদের জন্য বিপজ্জনক হতে পারে। রাস্তায় তার ছিঁড়ে পড়ে আছে যেকোনো মুহূর্তে মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে যেতে পারে বলেও আশংকা করেছেন অনেকে। শিক্ষামন্ত্রী তার এক্সহান্ডেলের এই পোস্টে মর্মান্তিক ভাবে নিহত সোহনাগরিকদের প্রতিও সম্মান জানিয়েছেন।
ভয়াবহ বাড়ি ধস, মৃত ২, আহত ১২
কলকাতাবাসী প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন পুজোর ঠিক আগে এই ধরণের মর্মান্তিক দুর্ঘটনা সত্যি কাম্য নয়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারেরও দায়িত্ব কড়া পদক্ষেপ নেওয়া। সামান্য বৃষ্টিতেই কিছু জায়গায় জল জমে যায়। জনজীবন ব্যাহত হচ্ছে মানুষের। নিকাশি ব্যবস্থা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে কলকাতার এই চেনা জলছবি কত কম সময়ে তার চেহারা বদলায় এখন তারই অপেক্ষা।