Durga Puja Carnival: কার্নিভালের কারণে স্থগিত চাকরির ধর্না, স্বস্তিতে মমতা

SSC Scam

১০০ সেরা পুজো নিয়ে শনিবার কলকাতায় কার্নিভাল (Durga Puja Carnival) হতে চলেছে রেড রোডে। সকাল থেকেই জমজমাট থাকবে কলকাতার (Kolkata) একাংশ৷ বন্ধ থাকবে যান চলাচল। নিরাপত্তার কারণ হবু শিক্ষকদের ধর্না স্থগিত রাখার নির্দেশ দিয়েছে (Kolkata Police) কলকাতা পুলিশ। প্রশাসনের নির্দেশ মেন ধর্না তুলে নিচ্ছেন হবু শিক্ষকরা।স্বচ্ছভাবে চাকরিতে নিয়োগের (SSC Scam) দাবিতে তাঁদের ধর্না একটানা ৫৭২ দিন চলল।

Advertisements

ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে ৫৭২ দিন ধরে অবস্থান কর্মসূচি জারি রেখেছেন হবু শিক্ষকরা৷ অন্যদিকে, ৫০ দিনের বেশী সময় ধরে ধর্না জারি রেখেছেন প্রাথমিকে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। কার্নিভালে নিরাপত্তার কথা ভেবেই ধর্না স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন চাকরি প্রার্থীরা।

তবে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কলকাতা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত মেধাযুক্ত বঞ্চিত গ্রুপ-ডি, এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থানের অনুমতি দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ সরকার কার্নিভালের নামে এবং এই নির্দেশিকাকে না মেনে তারা মমতা পুলিশকে দিয়ে চাকরিপ্রার্থীদের ওপর চাপ সৃষ্টি করছেন, ওখান থেকে উঠে যাওয়ার জন্য। তিনি আরও বলেন, আপনারা মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশ মেনে শক্ত থাকুন।

Advertisements

এদিকে দুর্গাপূজার বিজয়া দশমীতে ধর্নামঞ্চে যান বামফ্রন্ট চেয়ারম্যান ও প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু। তাঁকে দেখেই ধর্নাকারীরা বলেন, বাম জমানায় এমন দুর্দশা ছিলনা। বিমান বসু তাঁদেরকে আন্দোলন জারি রাখতে বলেন।
এবার প্রশাসনের নির্দেশকে শিরোধার্য করে চাকরি প্রার্থীরা ধর্না থেকে সরলেন। কার্নিভাল শেষে তাঁরা কি রবিবার থেকে ফের ধর্নায় বসবেন? চলছে বিতর্ক।