HomeWest BengalKolkata Cityবিক্ষোভের জেরে হাইকোর্টের দরজা থেকেই ফিরল আনিসের রহস্য মৃত্যুর রিপোর্ট

বিক্ষোভের জেরে হাইকোর্টের দরজা থেকেই ফিরল আনিসের রহস্য মৃত্যুর রিপোর্ট

- Advertisement -

আমতার প্রতিবাদী যুবক আনিস খান (anis khan) এর রহস্য মৃত্যুর ঘটনায় হাইকোর্টের এজলাস পর্যন্ত এসেও রিপোর্ট নিয়ে ফিরে গেলেন রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।

আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের গঠিত স্পেশাল ইনভেসটিকেশন টিমের ওপরেই আটকে রেখেছিল কলকাতা হাইকোর্ট যদিও রাজ্যের তদন্তকারী সংস্থার উপর কোন আস্থা নেই বলে বারবার ক্ষোভ উগরে দিয়েছিলেন আনিসের পরিবার। যদিও স্পেশাল ইনভেস্টিগেশন টিম এর কাছে রিপোর্ট তলব করে ছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা।

   

সোমবার আনিস খানের রহস্য মৃত্যু নিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এর প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা থাকলেও নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে মুখ বন্ধ খামে রিপোর্ট নিয়ে হাজির হয়েছিলেন রাজ্যের এডভোকেট জেনারেল কিন্তু বিচারপতি এজলাসে না বসার কারণে ফিরে গেল সেই রিপোর্ট।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular