অজানা জ্বরে আতঙ্কিত হবেন না: জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক

Dr Parthapratim pradhan

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: ‘অজানা জ্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে। সব ধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ বঙ্গের অন্যতম বড় সরকারী চিকিৎসাকেন্দ্র বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এমনটাই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।

Advertisements

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডঃ পার্থ প্রতিম প্রধান জ্বরের উপসর্গ নিয়ে প্রচুর রোগী হাসপাতালে আসছেন। তবে বিষয়টি এখনো অস্বাভাবিক পর্যায়ে যায়নি। একদিকে ‘অজানা জ্বরে’র যেমন কোন তথ্য নেই, তেমনি এখনো পর্যন্ত চলতি বছরে জ্বরের কারণে কোন শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি।

   
Advertisements

একই সঙ্গে তিনি বলেন, ডেঙ্গু, ম্যালেরিয়া, জাপানি এনকেফেলাইটিসে আক্রান্তরা হাসপাতালে ভর্তির তালিকায় আছেন। সাধারণভাবে প্রতিদিন ১৫-২০ জন রোগী আসছেন। শিশুদের জন্য পাঁচ শয্যার সি.সি.ইউ সহ ২৫ শয্যার এস.জি.ইউ তৈরী রাখা হয়েছে। পাশাপাশি বড়দের জন্য ২৪ শয্যার এস.জি.ইউ তৈরী হচ্ছে। একই সঙ্গে অক্সিজেনের ঘাটতি মেটাতে হাসপাতালেই লিক্যুইড মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট ও পি.এস.এ অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে বলে তিনি জানান।