HomeWest BengalKolkata Cityঅনশনের ১৫৪ ঘণ্টা অতিক্রান্ত, ঝাঁঝ বাড়িয়ে ‘আমরণ অনশন’য়ে যোগ দিলেন আরও দুই...

অনশনের ১৫৪ ঘণ্টা অতিক্রান্ত, ঝাঁঝ বাড়িয়ে ‘আমরণ অনশন’য়ে যোগ দিলেন আরও দুই ডাক্তার

- Advertisement -

পার হয়ে গিয়েছে ৬টা দিন। এখনও ধর্মতলায় অনশনমঞ্চে বসে রয়েছেন জুনিয়ার ডাক্তাররা (Doctor’s Hunger Strike) যতদিন দিন এগোচ্ছে ততই ধারালো হচ্ছে আন্দোলনের ঝাঁঝ। ১০ দফা দাবিতে গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের ছ’জন চিকিৎসক (Doctor’s Hunger Strike)।

এর মধ‌্যে রবিবার রাতেই গুরুতর অসুস্থ হয়ে পরেন অনিকেত মাহাতো(Doctor’s Hunger Strike)। এরপপরই তাঁর অবস্থার অবনতি ঘটায় তাঁকে সিসিইউতে রাখা হয়। তবে শুক্রবারে হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে, আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি।

   

এই পরিস্থিতিতে সরকার যাতে অচলাবস্থা কাটাতে উদ্যোগী হয়, সদর্থক ভূমিকা নেয়, সেই দাবিই তুলছে নাগরিক সমাজ।শুক্রবার রাতে অনশনে যোগ দিয়েছেন আরও দুই জন (Doctor’s Hunger Strike)। অর্থাৎ বর্তমানে ওই মঞ্চে অনশনরত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়াল আট। এ ছাড়া, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুই জুনিয়র ডাক্তারও (Doctor’s Hunger Strike) ‘আমরণ অনশন’ করছেন।

যদিও শুক্রবার রাতে ধর্মতলায় ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর তরফে জানানো হয়, আরও দুই জন জুনিয়র ডাক্তার (Doctor’s Hunger Strike) আমরণ অনশন শুরু করছেন। তাঁরা হলেন পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই। পরিচয় শিশুমঙ্গল হাসপাতালের সঙ্গে যুক্ত। তিনি ওই হাসপাতালের ইএনটি (নাক, কান, গলা) বিভাগের পিজিটি-র দ্বিতীয় বর্ষের পড়ুয়া।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular