সিপির ইস্তফার দাবিতে ডাক্তারদের সঙ্গে লালবাজার অভিযানে সামিল কামদুনির প্রতিবাদীরাও

Junior Doctor protest at lalabazar demand of resignation of CP

কামদুনির পথ গিয়ে মিলেছে লালবাজারে (Doctors Lalbazar Abhiyan)। সোমবার আরজি কর কাণ্ডে সিপি বিনীত গোয়েলের অপসারনের দাবিতে পড়ুয়া ডাক্তারদের সঙ্গে পথে পা মেলান কামদুনি কাণ্ডের দুই প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল। এদিন তাঁরা স্পষ্ট ভাষায় জানান, আমরাও বিনীত গোয়েলের অপসারন চাই, কারণ আরজি কর কাণ্ডের মতো অতীতে কামদুনি ধর্ষণকাণ্ডেও তিনি একইভাবে প্রমাণ লোপাট করেছিলেন। যারফলে সেই সময় তদন্তে দোষীদের কোনও শাস্তি হয়নি।

Advertisements

আইনের দায়িত্ব নিয়ে বেআইনি কাজ করছে পুলিশ, চরম ভর্ৎসনা হাইকোর্টের

তাঁদের দাবি, পড়ুয়াদের এই আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কয়েক বছর আগে কামদুনি কাণ্ডের জেরে পুলিশ-প্রশাসনিক হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছিল ধর্ষিতার পরিবার ও পরিজনেরা। মামলাটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও আজ পর্যন্ত তার কোনও সুরাহা হয়নি। 

বিজেপির জেলাশাসকের অফিস ঘেরাও কর্মসূচিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী নীশীথ প্রামানিক

Advertisements

সোমবার আরজি কর কাণ্ডের জেরে পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান (Doctors Lalbazar Abhiyan) নামে পড়ুয়া চিকিৎসকেরা। এদিন দুপুর ২টোয় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করবেন জুনিয়র চিকিৎসকরা। সেখান থেকে লালবাজারে যাবেন তাঁরা। বিকেলেই লালবাজারের সামনেই শান্তিপূর্ণ অবস্থানে বসেছে পড়ুয়া চিকিৎসকেরা। মিছিল সামনে আসতেই ব্যারিকেড দিয়ে তাঁদের পথ আটকায় পুলিশ। প্রতিবাদীদের দাবি, ব্যারিকেড দিয়ে বাধা দিলে সিপিকেই আসতে হবে তাঁদের কাছে। তিনি যদি নাও আসেন তবে অফিসে বসেই ইস্তফা দিক সিপি বিনীত গোয়েল।

বিরাট ধাক্কা রাজ্যের, ছাত্রনেতা সায়নের জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট

এদিকে সেইজন্য লালবাজারের আগেই বউবাজার সংলগ্ন বিবি গাঙ্গুলি স্ট্রিট নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে ঢেকে ফেলা হয়েছে। শেকল দিয়ে শক্ত করে বেঁধে ফেলা হয়েছে ব্যারিকেডগুলি। যাতে কোনওভাবেই তা পেরোতে না পারেন বিক্ষোভকারীরা। লাঠি,ঢাল ও কাঁদানে গ্যাস নিয়ে মিছিল রুখতে প্রস্তুত পুলিশ। লাগানো হয়েছে সিসি ক্যামেরাও।