SSC Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ‘রঞ্জন’ সম্পর্কে জানতে চাইল আদালত

Protests by unemployed people erupt in clashes with police
Protests by unemployed people erupt in clashes with police

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি (SSC Scam) কথা সামনে আসতেই ‘রঞ্জন’ (Ranjan) নাম ঘিরে রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। প্রাক্তন সিবিআই কর্তা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস তাঁর একটি ফেসবুক ভিডিও বার্তায় রঞ্জনের নামটি প্রথম প্রকাশ্যে আনেন। সেই কাল্পনিক চরিত্র রঞ্জনের বিষয়টি বুধবার আদালতের সামনে তুলে ধরেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এর পরেই রঞ্জনের চরিত্রে গুরুত্ব দেওয়ার কথা জানাল কলকাতা হাইকোর্ট।

কে রঞ্জন? পরিচয় জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেহেতু উপেন বিশ্বাস প্রাক্তন সিবিআই কর্তা, তাই তাঁর এই বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে আদালত৷

   

মামলাকারীর আইনজীবীর বক্তব্য, এই রঞ্জনের আসল নাম চন্দন মন্ডল৷ পেশায় স্কুল শিক্ষক ওই ব্যক্তি৷ প্রয়োজনে সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক। ওই ব্যক্তি সিবিআইকে সাহায্য করবে বলে মত আদালতের।

আগামী ১৫ জুনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে৷ ওইদিন সিবিআই এবং প্রাইমারি বোর্ডকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন