‘ভক্তি নিয়েই বলি জয় শ্রীরাম’, রামনাম বিতর্কে তীব্র প্রতিক্রিয়া দিলীপের

Dilip Ghosh Calls TMC's Leadership 'Goonda Raj' Amid Growing Tensions
Dilip Ghosh Calls TMC's Leadership 'Goonda Raj' Amid Growing Tensions

বঙ্গ রাজনীতিতে রাম বনাম কালী-দুর্গা বিতর্ক ফের শিরোনামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বাংলার সফর ঘিরে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। দুর্গাপুরের সভা থেকে মোদী তাঁর ভাষণ শুরু করেন ‘জয় মা দুর্গা’ ও ‘জয় মা কালী’ বলে। একবারও উচ্চারণ করেননি ‘জয় শ্রীরাম’। বিষয়টি নিয়েই সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পালটা দিতে দেরি করলেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন,
“আমরা জয় শ্রীরাম বলব। আবার জয় মা দুর্গা, জয় মা কালীও বলব। আমাদের সংস্কৃতি বহুপ্রাচীন। এখানে কোনও বিভেদ নেই।”

   

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষই এই প্রতিক্রিয়ার মূল কারণ।

অভিষেকের মন্তব্য

২১ জুলাইয়ের শহিদ দিবসের ভাষণে অভিষেক বলেন,
“বিজেপি নেতারা এতদিন শুধু রাম রাম করে গেছেন। কিন্তু এখন বাংলায় এসে রামের নাম ভুলে গেছেন। মোদীজি পর্যন্ত দুর্গাপুরে এসে ‘জয় মা দুর্গা’, ‘জয় মা কালী’ বললেন। রামের নাম কোথায় গেল?”
তাঁর এই মন্তব্যের মধ্যে দিয়ে বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বোঝাতে চেয়েছেন, বাংলায় রামের নাম দিয়ে রাজনীতি আর চলবে না।

দিলীপের সাফ বার্তা

তৃণমূলের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ লেখেন,
“বাংলার মানুষ যেমন মা দুর্গার উপাসক, তেমনই রামচন্দ্রের আদর্শে বিশ্বাসী। আমরা কারও খুশি হওয়ার জন্য বা কাউকে খুশি রাখতে কোনও দেবতার নাম নিই না। আমাদের বিশ্বাস আছে, ভক্তি আছে, তাই জয় শ্রীরাম বলি। আবার জয় মা কালী, জয় মা দুর্গাও বলব। এটা আমাদের সংস্কৃতি।”

দিলীপ আরও লেখেন,
“রামের নাম নিলেই যদি কারও গায়ে জ্বালা হয়, সেটা তাদের সমস্যা। আমরা তো রাম, কালী, দুর্গা, সবার নাম নিই। এটাই আমাদের বাংলার ধর্ম, বাংলার সংস্কৃতি।”

রাজনৈতিক বার্তা স্পষ্ট

বিভিন্ন মহল মনে করছে, দিলীপ ঘোষের এই মন্তব্য শুধু ব্যক্তিগত অভিমত নয়। বরং রাজ্যে বিজেপির সাংস্কৃতিক অবস্থান পুনর্নির্ধারণের একটি ইঙ্গিত হতে পারে। লোকসভা ভোট যত এগোচ্ছে, ততই রাজ্যে হিন্দু ধর্মের আঞ্চলিক রূপ, বিশেষ করে শক্তির উপাসনা—দুর্গা, কালী—কে গুরুত্ব দিতে চাইছে বঙ্গ বিজেপি।

অন্যদিকে, তৃণমূলও এই প্রসঙ্গকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়। অভিষেকের বক্তব্যের মাধ্যমে তা স্পষ্ট হয়ে উঠেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন