কে হবেন রাজ্যের পরবর্তী DGP, তা নিয়ে জোর জল্পনা

DGP Appointment Sparks Widespread Speculation
DGP Appointment Sparks Widespread Speculation

রাজ্য পুলিশের শীর্ষপদে (DGP) নেতৃত্ব পরিবর্তন নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে। রাজ্য সরকারের পাঠানো DGP প্যানেলের তালিকা সম্প্রতি ফেরত পাঠিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। এই সিদ্ধান্তের পরেই প্রশাসনিক মহলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে—পরবর্তী পদক্ষেপ কী, এবং রাজ্য পুলিশের দায়িত্ব কাদের হাতে যাবে।

বর্তমানে রাজ্যের Director General of Police (DGP) হিসেবে দায়িত্ব পালন করছেন রাজীব কুমার। দীর্ঘদিন ধরে তিনি রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন এবং বর্তমানেও আইনশৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব তাঁর কাঁধেই। তবে সমস্যা হল, আগামী ৩১ জানুয়ারি তিনি অবসর গ্রহণ করতে চলেছেন। অর্থাৎ হাতে আর খুব বেশি সময় নেই। এই পরিস্থিতিতে নতুন DGP নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত না হওয়ায় প্রশাসনিক স্তরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

   

নিয়ম অনুযায়ী, রাজ্য সরকার কয়েকজন সিনিয়র আইপিএস আধিকারিকের নাম প্যানেল আকারে UPSC-র কাছে পাঠায়। UPSC সেই প্যানেল পরীক্ষা করে উপযুক্ত নাম বেছে নেয়। কিন্তু এবারের ক্ষেত্রে রাজ্যের পাঠানো প্যানেল তালিকা ফেরত পাঠানো হয়েছে। কেন তালিকা ফেরত দেওয়া হল, তা নিয়ে সরকারি ভাবে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে প্রশাসনিক সূত্রে খবর, যোগ্যতা, জ্যেষ্ঠতা বা প্রক্রিয়াগত কিছু অসামঞ্জস্যের কারণেই এই সিদ্ধান্ত হয়ে থাকতে পারে।

এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—৩১ জানুয়ারির পর রাজ্য পুলিশের দায়িত্ব কে সামলাবেন? নতুন DGP নিয়োগ না হওয়া পর্যন্ত কি অন্তর্বর্তী কোনও ব্যবস্থা নেওয়া হবে, নাকি রাজীব কুমারকেই সাময়িক ভাবে দায়িত্বে রাখা হবে—এই সব বিষয় নিয়েই জল্পনা তুঙ্গে।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই অত্যন্ত সংবেদনশীল। সামনের দিনে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি, উৎসব এবং প্রশাসনিক সিদ্ধান্ত রয়েছে। এই সময়ে পুলিশের শীর্ষ নেতৃত্বে অনিশ্চয়তা তৈরি হলে তার প্রভাব মাঠপর্যায়ের কাজেও পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে DGP নিয়োগ চূড়ান্ত করা অত্যন্ত জরুরি।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন