Kolkata: আগুনের আঁচ লাগল রাজভবনেও, গরমে তেতে রাজ্যপাল রাস্তায়

Emergency in Kolkata: Sharaf House near Raj Bhavan Engulfed in Devastating Fire at Dharmatala

লেলিহান শিখা বাড়ছে। এমনই আগুন যে রাজভবনেও লেগেছে আঁচ। ধর্মতলায় রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন ছড়াচ্ছে। রাস্তায় বেরিয়ে আগুন দেখছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ঘটনাস্থলে কলকাতার (Kolkata) পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

অগ্নিকাণ্ডে শরাফ হাউসের ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে। আগুন নেভাতে চেষ্টা করছে দমকল কর্মীরা। শরাফ হাউসের উপরে রান্নাঘর থেকেই আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন এত ভয়াবহ আকার ধারণ করে যে ছাদের বেশ কিছু অংশ খসে পড়তে শুরু করে। 

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন