Loksabah election 2024: আগামী দশদিনের মধ্যে খুন হতে পারে কেশপুরে। সতর্ক করলেন দেব

dev

আগামী দশদিনের মধ্যে কেশপুরে একটা খুন হতে পারে। তবে কোনও সাধারণ খুন নয়, রাজনৈতিক হত্যা হতে পারে কেশপুরে। এই বক্তব্য সাধারণ কারুর নয়, বরং এই বক্তব্য খোদ ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দেব। কিন্তু তাঁর হঠাৎ এই বক্তব্যের কারণ কী ? তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন আগামী ১০ থেকে ২০ মে’র মধ্যে একটা খুন হবে কেশপুরে৷ সেই খুনের ফায়দা তুলে বিজেপি ভোট করানোর প্ল্যানে আছে। এই অভিযোগ তুললেন তৃণমূলের তারকা বিধায়ক দীপক অধিকারী। শুধু তাই নয়, এ বিষয়ে সংবাদমাধ্যমের মাধ্যমে প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে আগাম আর্জিও জানিয়েছেন তারকা প্রার্থী৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে তাঁর আশঙ্কা আগামী দশদিনের মধ্যে বিজেপি তাঁদেরই এক কর্মীকে খুন করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে ভোট করাতে চাইছে। তাঁর কথায়, ” কেশপুরের মাটিতে দাঁড়িয়ে দেব বলেন, ”আমাদের কাছে যা খবর এসেছে, এখনও পর্যন্ত বিজেপির যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রয়েছে, আমাদের কাছে খবর রয়েছে কেশপুরে তারা কোনও একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে।’’

   

প্রসঙ্গত দেবের দাবি, ” ওরা বুঝতে পেরেই গেছে যে জেতার আর কোন রাস্তা নেই। এরকম কথাবার্তা না বলে, এই যে মৃত্যুর রাজনীতি ওরা শুরু করতে চলেছে ১০ থেকে ২০ তারিখের মধ্যে। বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী ও দলের। আমি আগে থেকে বলে রাখছি এরকম একটা ঘটনা কেশপুরে ঘটতে চলেছে।” এখানেই শেষ নয়, তিনি এর পিছনে অভিনেতা তথা বিজেপি প্রার্থী হিরণের দিকে আঙুল তুলেছে। ”হিরণ পাগল হয়ে গিয়েছে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এইসব না বললে ওতো হেডলাইনে আসবে না। হিরণ তো নিজের একটা কাজের কথাও তো বলছেন না৷ ওঁর দল দশ বছরে কী করেছে, উনি নিজে কী করেছেন, উনি তিন বছরের বিধায়ক এবং কাউন্সিলর দুটো পদই তো নিয়ে আছেন।”  

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন