Kolkata Dengue: দমদমে শত শত ডেঙ্গু রোগী, পরিস্থিতি উদ্বেগজনক

বর্ষা পড়তেই ভয়াবহ আকার নেয় ডেঙ্গু। ডেঙ্গুর প্রকোপ এখনও পর্যন্ত বেড়েই চলেছে। কলকাতায় ডেঙ্গু নিয়ে আতঙ্কের পরিস্থিতি। বৃহস্পতিবার জানা গিয়েছে যে এই বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০০ পেরিয়ে গিয়েছে। দৈনিক গড়ে অন্তত ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। অবস্থা ভয়াবহ দক্ষিণ দমদমে।

কলকাতা পুরসভা জানিয়েছে, ২১ এবং ৩১ নম্বর ওয়ার্ড থেকে আক্রান্তের সংখ্যা বেশি ছিল যা কিছুটা বুধবার কমেছে। সেখানেই পুরপ্রতিনিধিরা দাবি করেছেন যে এলাকা নিয়মিত সাফ করা হয়। আরেক পুরকর্তা জানিয়েছেন যে যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি সেখানে জমা জল সরানো হচ্ছে, সরানো, এলাকা পরিচ্ছন্ন রাখা হচ্ছে, ব্লিচিং ছড়ানো হচ্ছে এবং মশার ওষুধ স্প্রে করার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পুর হাসপাতালে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। এলাকায় প্রায় ২০০ ছাড়িয়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।

   

কিছুদিন আগেই লালবাজারকে ডেঙ্গু দমন নিয়ে সতর্ক করে নোটিস পাঠায় কলকাতা পুরসভা। মশা-বাহিত এই রোগের এমন ভয়াবহ পরিস্থিতিতে সেনাকে মশা দমনের প্রশিক্ষণ দেবে কলকাতা পুরসভা। আলিপুরের কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ মশা নিয়ন্ত্রণের জন্য প্রশিক্ষণ পেতে চেয়ে কলকাতা পুরসভার কাছে আর্জি জানিয়েছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন