গভীর নিম্নচাপের প্রভাবে বাংলার ৬ জেলায় ভারী বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

যত সময় এগোচ্ছে ততই যেন সক্রিয় বর্ষা চোখে পড়ছে।মূলত দিঘার উপর দিয়ে শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হওয়ার কারণে আগামী কয়েক ঘন্টায় একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rainfall) রয়েছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে বলে খবর। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মূলত গভীর নিম্নচাপের (Deep Depression) প্রভাবে দফায় দফায় বাংলায় বৃষ্টি হচ্ছে। 

Advertisements

 

   

হাওয়া অফিস বলছে, মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আর তার প্রভাবেই বৃষ্টি চলবে রাজ্যে। দক্ষিণবঙ্গের কথা বললে, আজ মূলত ৪ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এই ৪ যেখানে হল পূর্ব বর্ধমান, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। আজ দফায় দফায় বৃষ্টি হবে শহর কলকাতাতেও। 

ভারী বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়াও। উত্তাল হয়েছে রয়েছে সমুদ্র। আর উত্তাল সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ৪০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যে কারণে আগামী ২৫ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

 

Advertisements

এরপর আগামীকাল বুধবার ২৪ জুলাই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। 

 

এদিকে কলকাতা শহরের পারদ বেশ খানিকটা কমে গিয়েছে টানা বৃষ্টির কারণে। হাওয়া অফিস বলছে, আজ শহরের আকাশ মূলত কালো মেঘে ঢেকে থাকবে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন পারদ ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। 

 

উত্তরবঙ্গের কথা বললে, আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই জেলায়। আর এই দুই জেলা হল কালিম্পঙ ও আলিপুরদুয়ার জেলা। উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।