পাহাড় কাড়ল সাংবাদিকের প্রাণ

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল উলুবেড়িয়ার সাংবাদিক হিল্টন ঘোষের

hilton ghosh

News Desk: সেই উত্তরাখন্ড, এবার পাহাড় কেড়ে নিল সাংবাদিকের প্রাণ। বৃষ্টির জেরে পাহাড়ে ধসের জেরে বিপর্যস্ত হয়ে গিয়েছিল উত্তরাখন্ড। মারা যান বেশ কিছু পর্যটক , ট্রেকার। অনেকেই বাংলার নাগরিক ছিলেন। তালিকায় নয়া সংযোজন হিল্টন ঘোষ।

উত্তরপ্রদেশে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল উলুবেড়িয়ার সাংবাদিক হিল্টন ঘোষের। জানা গিয়েছে, কয়েকদিন আগে নিজের গাড়িতে স্ত্রী, মেয়েকে সাথে নিয়ে উত্তরাখন্ডে বেড়াতে গিয়েছিলেন হিল্টন। সূত্রের খবর, বেড়ানো শেষে রবিবার সকালে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে উলুবেড়িয়ার বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। হিল্টন ঘোষ নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

   

উত্তরপ্রদেশের বেরীলীর কাছাকাছি তাঁর গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। গুরুতর আহত অবস্থায় হিল্টনকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি প্রাণ হারান। উল্লেখ্য, হিল্টন ঘোষ উলুবেড়িয়া তথা হাওড়া জেলার সংবাদমহলের পরিচিত নাম। আনন্দবাজার, এবেলা সংবাদপত্রে সুনামের সাথে চিত্রসাংবাদিক হিসাবে কাজ করেছেন। বর্তমানে টিভি নাইন বাংলার সাংবাদিক হিসাবে কাজ করছিলেন। তাঁর মৃত্যুতে হাওড়া জেলার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমেছে। তাঁর স্ত্রী, মেয়ে সুস্থ আছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হিল্টন ঘোষের বাড়ির লোকজন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন