Dengue: রাজ্যে ফের ডেঙ্গুতে মৃত্যু, কলকাতায় আতঙ্ক

Dengue

কলকাতায় ডেঙ্গু (dengue) উদ্বেগ বেড়েই চলেছে। ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু হয়েছে একজনের। শনিবার কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১০ এক নাবালিকার। আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু এক মহিলার। বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত  উমা সরকারের মৃত্যু। জানা গিয়েছে ওই মহিলা নদিয়ার রানাঘাটের বাসিন্দা। বেশ কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। 

Advertisements

শনিবার রাজ্যে এবার প্রথম ডেঙ্গু আক্রান্তর মৃত্যু হয়। কলকাতার এক হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ১০-বছরের  নাবালিকা পল্লবী দে। বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল । এরপর তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। এরপর শনিবার তার মৃত্যু হয়। এই বছর কলকাতায় এটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা। মৃত পল্লবী দে পিকনিক গার্ডেনের বাসিন্দা। ওই নাবালিকা ভর্তি ছিল ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে।

   
Advertisements

গত বৃহস্পতিবার জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার থেকে অবস্থার অবনতি হতে থাকে। আসতে আসতে একাধিক অঙ্গ বিকল হতে শুরু করে। পল্লবীর প্লেটলেট ১০,০০০ এর নীচে নেমে যায়। রাখা হয়েছিল ভেন্টিলেশনে।এরপর মৃত্যুর কোলে ঢোলে পড়ে ছোট্ট পল্লবী। অনেক চেষ্টা করেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। শনিবার মৃত্যু হয় পল্লবীর। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ‘সিভিয়ার ডেঙ্গি’ ও ‘মাল্ডি অর্গান ডিসফাংকশন’ বলা হয়।