DA Strike : নবান্নেও কেউ কাজ করবে না, রাজ্য অচলের হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের

West Bengal CM Mamata Banerjee at a rally

বকেয়া মহার্ঘ ভাতা, শূন্যপদে স্বচ্ছ নিয়োগ ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে ফের রাজ্য অচলের হুঁশিয়ারি দিল রাজ্য সরকারি কর্মচারীদেরযৌথ সংগ্রামী মঞ্চ। ৬ এপ্রিল কর্মবিরতি পালন হবে। এই দিন রাজ্য অচল হয়ে যাবে বলে জানানো হয়েছে।

Advertisements

নিজেদের দাবিদাওয়া নিয়ে ১০ এবং ১১ এপ্রিল দিল্লির যন্তরমন্তরে দুদিনের অবস্থান কর্মসূচি পালন করবে সংগ্রামী যৌথ মঞ্চ। রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর  কাছে নিজেদের দাবি সনদ তুলে দেবে বলে জানিয়েছে তারা।

Advertisements

গত ২৭ জানুয়ারি থেকে শহীদ মিনার চত্বরে অবস্থানে বসেছে সংগ্রামী যৌথ মঞ্চ।