HomeWest BengalKolkata CityDA Protest: 'চুরি করেছে সরকার' স্লোগান শুনেই মমতার পাড়ায় ১৪৪ ধারা জারি

DA Protest: ‘চুরি করেছে সরকার’ স্লোগান শুনেই মমতার পাড়ায় ১৪৪ ধারা জারি

- Advertisement -

মুখ্যমন্ত্রীর পাড়ায় ডিএ দাবিতে (DA Protest) রাজ্য সরকারি কর্মীদের মিছিল থেকে ‘চুরি করেছে সরকার’ ও ‘চোর চোর’ স্লোগান শনিবার শোনা গেছিল। আর রবিবার থেকে সেখানেই জারি হল ১৪৪ ধারা। সূত্রের খবর, মিছিল চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছিলেন বাড়িতেই!

আইনশৃঙ্খলা বজায় রাখতেই মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে ২ মাসের জন্য জারি ১৪৪ ধারা। কালীঘাটের বেশ কিছু এলাকায় আপাতত দুই মাসের জন্য জারি থাকবে এই নির্দেশিকা। জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। নিয়মানুসারে ওই এলাকা দিয়ে গাড়ি যাতায়ত ও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

   

কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে একটানা ধর্না কর্মসূচি জারি রেখেছেন সরকারি কর্মচারিরা। কিন্তু রাজ্য সরকার দাবি না মেনে নেওয়ার কারণে শনিবার বিরাট সমাবেশের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। আদালতের নির্দেশে মুখ্যমন্ত্রীর পাড়াতেই মিছিল করেন তারা।

আন্দোলকারী সরকারি কর্মচারিদের আইনজীবী ও সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছিলেন, মিছিলের অনুমতি চাওয়ার পরেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরে অবশ্য শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেন বিচারপতি।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular