বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘মোন্থা’, মঙ্গলবারের মধ্যে তীব্র রূপ নেওয়ার শঙ্কা

Cyclone Montha Bay of Bengal severe storm IMD alert

কলকাতা, ২৬ অক্টোবর: বঙ্গোপসাগরে আবারও সৃষ্টির পথে এক নতুন ঘূর্ণিঝড়। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, তা আরও শক্তি সঞ্চয় করে পরিণত হয়েছে একটি তীব্র ঘূর্ণিঝড়ে। এর নামকরণ করা হয়েছে ‘মোন্থা’

Advertisements

আবহাওয়া দফতর বলছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হয়ে উঠবে। দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এটি ক্রমশ তীব্র আকার ধারণ করতে পারে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল নাগাদ এটি অতিশয় তীব্র ঘূর্ণিঝড়ে (Very Severe Cyclonic Storm) রূপ নিতে পারে।

কোথায় প্রভাব ফেলতে পারে

এখনও ঘূর্ণিঝড়ের সুনির্দিষ্ট গতিপথ পরিষ্কার নয়। তবে আবহাওয়া বিজ্ঞানীদের মতে, মোন্থা শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। এর প্রভাবে আগামী কয়েকদিনে আন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে।

মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি

যদি ‘মোন্থা’ মঙ্গলবারের মধ্যে অতিশয় তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে ঘন্টায় ১২০-১৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে গাছপালা উপড়ে পড়া, বিদ্যুত্‍ বিপর্যয়, ফসলের ক্ষতি এবং বাড়িঘরে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

Advertisements

পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ওড়িশার গঞ্জাম, গোপালপুরসহ একাধিক জেলায় ইতিমধ্যেই জেলা প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের প্রস্তুতি

রাজ্য ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (NDRF) প্রস্তুত রাখা হয়েছে। উপকূলবর্তী অঞ্চলে ত্রাণ ও উদ্ধারকাজের জন্য বিশেষ টিম মোতায়েন করা হতে পারে।

বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আগামী ২৪ ঘণ্টায় কতটা শক্তি সঞ্চয় করে এবং কোন দিকে অগ্রসর হয়, সেই দিকেই তাকিয়ে এখন উপকূলবর্তী রাজ্যগুলি। আবহাওয়া দফতর ও প্রশাসন ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা শুরু করেছে।