‘দ্রুত গ্রেফতার করা হোক শাহজাহানকে,’ হাইকোর্টের নির্দেশ নিয়ে বড় মন্তব্য রাজ্যপালের

সন্দেশখালি (Sandeshkhali) মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এ মামলায় ‘তাকে গ্রেপ্তার না করার কোনো কারণ নেই’ জানিয়ে হাইকোর্টের বিচারপতি এ মামলায় নোটিশ দিতে বলেছেন। শাহজাহান শেখের (Shahjahan Sheikh) বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলায় ইডি, সিবিআই এবং রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে পক্ষ হিসাবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে এই ঘটনা প্রসঙ্গে বড় মন্তব্য করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বসু (CV Ananda Basu)। সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে গ্রেফতারের বিষয়ে কলকাতা হাইকোর্টের আদেশ সম্পর্কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, “আদালত যা বলেছে তাই এই মামলার শেষ কথা। এটি হাইকোর্টের দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিবৃতি বা সিদ্ধান্ত। অর্থাৎ অপরাধীকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করার কোনো অজুহাত নেই। তাকে গ্রেফতার করা হবে, গ্রেফতার করা উচিত।”

   

বস্তুত, শাহজাহান শেখের দায়ের করা আবেদনে গ্রেফতারি নিষিদ্ধ করার দাবি উঠেছিল, যা কলকাতা হাইকোর্ট খারিজ করে দেয়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আরও দুই মন্ত্রীর মন্তব্যকে কড়া সমালোচনা করে হাইকোর্টের বিচারপতি বলেন, আদালত কখনই শাহজাহান শেখের গ্রেফতারিতে স্থগিতাদেশ দেয়নি। তাঁকে দ্রুত গ্রেফতার করা উচিত।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন