Governor: নির্বাচনে কোনও হস্তক্ষেপ করা হচ্ছে না,তৃণমূলের অভিযোগের বিরোধিতায় রাজ্যপাল

Governor Submits 8-Page Report to Centre with Key Recommendations on Migrant Workers
Governor Submits 8-Page Report to Centre with Key Recommendations on Migrant Workers

লোকসভা নির্বাচনের প্রাক্কালে চিঠির পাল্টা চিঠিতে সংঘাত চরমে উঠতে চলেছে তাতে সন্দেহ নেই। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সুতরাং এখন দেশজুড়ে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। এই আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোস সমান্তরাল অফিস চালাতে চাইছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আর তাই নির্বাচন কমিশনকে নানা তথ্যপ্রমাণ দিয়ে চিঠি লিখে নালিশ করেছে তৃণমূল কংগ্রেস। এবার সেই চিঠির জবাবে পাল্টা চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

অন্যদিকে লোকসভা বলে একটি পোর্টাল খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই নিয়েও অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন যখন সবটা পরিচালনা করছে তখন রাজ্যপালের এই সিদ্ধান্তই যথার্থ । তবে আজ ভিডিয়ো বার্তায় রাজ্যপাল স্পষ্টভাবে বলেছেন,‘‌যে কেউ রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করতেই পারেন। তবে এটা জেনে রাখা ভাল, রাজ্যপাল পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে কোনও হস্তক্ষেপ করছেন না।’‌ তৃণমূল কংগ্রেসের বক্তব্য এটা হস্তক্ষেপ নয় তো কি!‌ নিজের ইমেল আইডি দিয়ে জনগণকে যোগাযোগ করতে বলা হস্তক্ষেপের সামিল।

   

তবে এর পাশাপাশি রাজ্যপাল বলেন পঞ্চায়েত ভোটের সময় রাজ্যের মানুষ হিংশা দেখেছিল। একমাত্র রাজ্যপালের উপস্থিতি সেই এলাকায় স্বান্তি ফিরিয়ে এনেছিলেন । তাই রাজ্যের মানুষকে বোঝা দরকার তাদের পাশে থাকা দরকার। এছাড়াও তাদের তাদের স্বাধিনতাকে সন্মান করার কথাও বলতে ভুললেন না রাজ্যপাল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন