Gardenreach : বহুতল ভেঙে মৃত ৭, উদ্ধারকাজ দেখতে গার্ডেনরিচে রাজ্যপাল

CV anand bose

কলকাতা গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত বেড়ে ৭। উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আহতদের দেখতে হাসপাতালে যেতে পারেন বোস।

সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী, ঘোষণা করেন ক্ষতিপূরণেরও। তবে এতে সন্তুষ্ট নয় বিরোধীরা। বিরোধীদের তরফে উঠেছে অবৈধ নির্মাণের অভিযোগ। ১৩৪ ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। ক্ষতিপূরণের অর্থমূল্য নিয়েও শুরু হয়েছে টানাপোড়েন। নব্বানের তরফে মৃতদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা ও আহতের এক লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। বিরোধী বিজেপির তরফে দাবি উঠেছে পঞ্চাশ লাখ এবং আহতদের দশ লাখ ক্ষতিপূরণ দিতে হবে।

   

উল্লেখ্য ইতিমধ্যেই কলকাতা পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। লোকসভা ভোটের মুখে বহুতল ভেঙে পরার ঘটনায় আপাতত ঘাসফুল শিবির কিছুটা হলেও ব্যাকফুটে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন