Loksabha election 2024: কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে বড়সড় সিদ্ধান্ত কমিশনের

কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কমিশন। প্রতিদিন কেন্দ্রীয় বাহিনীর কাজের রিপোর্ট দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রককে। সূত্রের মারফত জানা গিয়েছে, ২৯ মার্চ থেকে প্রতিদিন সকাল…

CRPF Occupies Hilltop to Reinforce Anti-Maoist Measures

কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কমিশন। প্রতিদিন কেন্দ্রীয় বাহিনীর কাজের রিপোর্ট দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রককে। সূত্রের মারফত জানা গিয়েছে, ২৯ মার্চ থেকে প্রতিদিন সকাল ১০টার মধ্য়ে ইমেল মারফত সেই রিপোর্ট পাঠাতে হবে। সফ্ট কপির পাশাপাশি রিপোর্ট দিতে হবে হার্ড কপিও।

Advertisements

কমিশন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর অপর কড়া নজর রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তারা কোথায় যাচ্ছে, কোন রুটে মার্চ করছে, ভোটারদের সঙ্গে কথা বলছে ইত্যাদি সব বিষয়ে বিস্তারিত জানাতে হবে স্বরাষ্ট্রমন্ত্রককে।

   

কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিআরপিএফ নিয়মিত রিপোর্ট পাঠাবে স্বরাষ্ট্রমন্ত্রককে। বাহিনীর গতিবিধি নিয়ে রোজ সকালে রিপোর্ট দেবেন আইজি সিআরপিএফ পশ্চিমবঙ্গ সেক্টর। ২০২৪-এর লোকসভা নির্বাচনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ের দায়িত্বে রয়েছে সিআরপিএফ।

প্রসঙ্গত রাজ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। এপ্রিলের শুরুতে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা।

Advertisements