HomeWest BengalKolkata Cityআরজি কর ইস্যুতে 'রাজনৈতিক' পোস্ট, শতরূপের নিশানায় পাটুলি থানার ওসি

আরজি কর ইস্যুতে ‘রাজনৈতিক’ পোস্ট, শতরূপের নিশানায় পাটুলি থানার ওসি

- Advertisement -

আরজি কর কাণ্ডে প্রতিবাদে (RG kar protest) উত্তাল গোটা রাজ্য। দিকে দিকে প্রতিবাদ মিছিলে আন্দোলনে স্তব্ধ শহর। প্রতিনিয়ত বেড়েই চলেছে রাজনৈতিক চাপানউতোর। আর এমন অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ একটি পোস্ট করে বসেন পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে। আর ওই পোস্টকে ঘিরেই শোরগোল পড়ে সোশ্যাল মিডিয়ায়।

আরজি কর ধর্ণা মঞ্চে বোমাতঙ্ক, হাজির বোম স্কোয়াড

   

নিজের ফেসবুকে তিনি লিখেছেন, “একটা কথা ছিল কমরেড, তোরা দিন-রাত যাই জাগিস না কেন ‘০’ ছিলি ‘০’ থাকবি।” আর একজন পুলিশ আধিকারিকের থেকে এমন ‘রাজনৈতিক’ পোস্ট সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বাম (CPIM) নেতা শতরূপ ঘোষ। তিনিও নিজের ফেসবুক দেওয়ালে ওই ওসির পোস্টটি শেয়ার করে বলেছেন ইনিই ‘পাটুলি থানার ওসি।’ তারপর ওই পুলিশ আধিকারিকের আরও কয়েকটি পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেন শতরূপ। 

অভীক দে-কে নিয়ে টানাপোড়ন, বর্ধমান মেডিকেল থেকে বদলি স্ত্রী

cpm leader satarup ghosh shares varal post of tirthankar dey oc of patuli ps

        পাটুলি থানার ওসির এই ফেসবুক পোস্টটি শেয়ার করেন শতরূপ ঘোষ 

 

যেখানে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ওসি ‘মা’ বলে সন্বোধন করেছেন। এবং একাধিক রাজনৈতিক পোস্ট শেয়ার করেছেন। একজন ওসি অর্থ্যাৎ পুলিশকর্মী কীভাবে প্রকাশ্যে রাজনৈতিক পোস্ট শেয়ার করতে পারেন?

শর্ত রেখে আলোচনা হয় না, আন্দোলনের পেছনে রাজনীতি রয়েছে : চন্দ্রিমা

তার নৈতিকতা ও সাংবিধানিক এক্তিয়ার নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এই ধরনের আচরন একজন পুলিশ আধিকারিকর পেশাগত নৈতিকতা ও নিরপেক্ষতাকে ক্ষুন্ন করেছে বলেই মনে করছে রাজনৈতিকমহল।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular