Tuesday, October 14, 2025
HomeWest BengalKolkata CityMinakshi Mukherjee: সরকার বিরোধী সমাবেশ নিয়ে লালবাজার-মীনাক্ষী বৈঠক বিফল

Minakshi Mukherjee: সরকার বিরোধী সমাবেশ নিয়ে লালবাজার-মীনাক্ষী বৈঠক বিফল

গত মঙ্গলে ছিল বিজেপির নবান্ন অভিযান৷ পুলিশ ও বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়া ও কলকাতা৷ আসছে মঙ্গলে বাম ছাত্র-যুবদের ধর্মতলা অভিযান৷ পুজোর আগে সপ্তাহের দ্বিতীয় দিনে ব্যস্ত শহর আবার একবার অবরুদ্ধ হতে পারে৷ আঁচ পাচ্ছে আম জনতা৷ তা নিয়ে শনিবার লালবাজারে ঘন্টাখানেক মীনাক্ষীদের (Minakshi Mukherjee) সঙ্গে চলল বৈঠক। কিন্তু তাতে জট কাটল না।

Advertisements

শুরু থেকেই বাম ছাত্র-যুবদের বক্তব্য ছিল ভিক্টোরিয়া হাউজের সামনেই বৈঠক করবে তাঁরা৷ এদিনেও কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকারের সঙ্গে বৈঠকে বারবার একই দাবি তোলেন মীনাক্ষীরা৷ কিন্তু পুলিশের তরফে একাধিক জায়গায় সভা করার কথা বলা হলেও ভিক্টোরিয়া হাউজের সামনেই সমাবেশের দাবি তুলেছে বাম ছাত্র-যুব৷ ফলত, পুলিশের অনুমতি না মিললে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে৷ এমনটাই আন্দাজ করা হচ্ছে।

Advertisements

উল্লেখ্য, আগামী ২০ সেপ্টেম্বর ‘ইনসাফ’ সভার ডাক দিয়েছে বাম ছাত্র যুব সংগঠন। সেই কর্মসূচিতে পুলিশের তরফে এখনও অবধি চিঠি গ্রহণ করা হয়নি। তাই মিছিল নিয়ে সংশয় দেখা দিয়েছে। পুলিশের অনুমতি মিলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

শুক্রবার সাংবাদিক বৈঠক করেন সিপিআইএমের ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য এবং যুব নেত্রী মীনাক্ষী মুখ্যোপাধ্যায়৷ মীনাক্ষীর প্রশ্ন, কেন একটি মাত্র দল ওই জায়গায় সভা করতে পারবে? বাকিরা কেন পারবে না? কেন ওখানে সভা করার জন্য আদালতে যেতে হবে? বাম ছাত্র যুব সংগঠন দুটির দাবি ভিক্টোরিয়া হাউসের সামনেই তাঁরা সভা করবেন বলেই ঠিক করেছেন৷ তাই সভা বদলের কোনও প্রশ্ন থাকে না৷

প্রতিবছর ২১ জুলাই উপলক্ষে ধর্মতলায় সমাবেশ করে তৃ়ণমূল কংগ্রেস। ওই একই জায়গায় অন্যান্য দলকে সভা করতে গিয়ে কাঠখড় পোড়াতে হয়েছে। কিন্তু নিজেদের অবস্থানে বারবার অবিচল থেকেছে বাম ছাত্র যুবরা৷

দিন কয়েক আগে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছিল বামেরা। কিন্তু সেই সমাবেশেও মঞ্চ বাঁধার অনুমতি প্রথমে দেয়নি পুলিশ৷ শেষে শর্তসাপেক্ষে তৈরি হয়েছিল মঞ্চ৷ যা নিয়ে পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷

রাজনৈতিক মহলের অনুমান, কয়েক বছর আগেই বাম ছাত্র-যুবদের মিছিল ঘিরে উত্তপ্ত হয়েছিল ডোরিনা ক্রসিং৷ সেবার পুলিশের লাঠির ঘায়ে ছাত্রনেতা মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর অভিযোগ উঠেছিল৷ এবারেও একই উত্তাপের আঁচ মিলছে শহরজুড়ে৷

RELATED ARTICLES

Most Popular

Recent Comments