HomeWest BengalKolkata Cityফের বামেদের লালবাজার অভিযান, ৯ ফুট উচ্চতার ব্যারিকেডও তৈরি পুলিশের

ফের বামেদের লালবাজার অভিযান, ৯ ফুট উচ্চতার ব্যারিকেডও তৈরি পুলিশের

- Advertisement -

আরজি কর মামলায় ফের একবার লালবাজার অভিযান (Lalbazar Abhiyan)। আর আজ শুক্রবার এই অভিযানের ডাক দিল বামেরা (CPIM)। জানা গিয়েছে, আজ দুপুর ৩টের সময় লালবাজার অভিযানের ডাক দিল সিপিআইএম।

যদিও এই মিছিল রুখতে তৎপর কলকাতা পুলিশ। ফিয়ার্স লেনে পুলিশের চোখে পড়ার মতো ব্যারিকেড। গার্ডরেল বসানো হয়েছে। এছাড়া ৯ ফুট উচ্চতার ব্যারিকেডও করেছে পুলিশ। আরজি কর-কাণ্ডে সিপির পদত্যাগ চেয়ে বামেদের আজকের এই লালবাজার অভিযান বলে খবর। লোহার চেন দিয়ে বাঁধা হয়েছে গার্ডরেল বলে খবর।

   

এদিকে যত সময় এগোচ্ছে ততই আরজি কর-কাণ্ডে বিক্ষোভের আঁচ ততই বাড়ছে। গতকাল ২৬টি মেডিক্যাল কলেজের প্রায় ৩০ জন চিকিৎসক নবান্নে বৈঠকের জন্য পৌঁছেছিলেন, কিন্তু মহিলা চিকিৎসক এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য ন্যায়বিচার সহ আলোচনার লাইভ স্ট্রিমিংয়ের দাবি রাজ্য সরকার গ্রহণ না করায় চিকিৎসকরা শেষ মুহূর্তে বৈঠক প্রত্যাখ্যান করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক সরাসরি সম্প্রচার করা যাবে না।’ তিনি বলেন, প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে তা রেকর্ড করা এবং রেকর্ডিং তাঁদের (জুনিয়র ডাক্তারদের) হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আন্দোলনরত চিকিৎসকরা জানান, ‘পুলিশ কমিশনার, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা ও চিকিৎসা শিক্ষা অধিকর্তাকে সাময়িক বরখাস্ত করা-সহ প্রধান দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’

অন্যদিকে এখনও নিজেদের অবস্থানে অনড় চিকিৎসকরা। তাঁরা বলেন, “আমরা আমাদের কাজ আবার শুরু করতে চাই, তবে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পুনরায় শুরু করব না।” রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী বারবার চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছেন।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকার ও চিকিৎসকদের মধ্যে কথাবার্তা হয়নি। বিক্ষোভকারীরা বলেছেন যে তারা এখনও বৈঠকের জন্য প্রস্তুত তবে আলোচনা সম্পূর্ণ স্বচ্ছভাবে হওয়া উচিত, যা কেবল সরাসরি সম্প্রচার করা হলেই করা যেতে পারে।

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular