HomeWest BengalKolkata City21 July Rally: উর্ধমুখী করোনা গ্রাফের আবহে 'শহিদ' ময়দানে কাতারে কাতারে মানুষ

21 July Rally: উর্ধমুখী করোনা গ্রাফের আবহে ‘শহিদ’ ময়দানে কাতারে কাতারে মানুষ

- Advertisement -

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাই সমাবেশকে ঘিরে বিরাট জনসমাগম হবে কলকাতায়। ইতিমধ্যে এই সভায় যোগদান করতে কাতারে কাতারে সমর্থকরা হাজির হয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এক ঐতিহাসিক সমাবেশের সাক্ষী থাকতে চলেছেন সকলে। এদিকে বাড়তে থাকা করোনা সংক্রমণের জন্য সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের  আশঙ্কা এই জনজোয়ার আরও না বড় ক্ষতি ডেকে আনে। রাজ্যে করোনার গ্রাফ এখনও উর্ধ্বমুখী। ধর্মতলা এলাকায় ছোট পরিসরে বিপুুল জনসমাগম থেকে করোনা সংক্রমণ ছডানো খুবই স্বাভাবিক। এনিয়ে জনস্বার্থ মামলা হয়েছে।

   

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে জারি করে বুলেটিন অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৫ জন। বুধবার মৃত্যু হয়েছে ৬ জনের। একদিনে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৯ জন। রাজ্যে সুস্থতার হার ৯৭.৬১ শতাংশ।

রাজ্যে এখনও অবধি করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ৭৭ হাজার ৫ জন। সুস্থ হয়েছেন ২০ লক্ষ ২৭ হাজার ৩১২ জন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular