ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, সাত মাসের শিশু আক্রান্ত হয়ে ভর্তি পিয়ারলেস হাসপাতালে

COVID Concerns Rise Again as 7-Month-Old Baby Admitted to Peerless Hospital
COVID Concerns Rise Again as 7-Month-Old Baby Admitted to Peerless Hospital

পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে করোনা সংক্রমণের সংখ্যা আবার বাড়তে (covid) শুরু করেছে। এরই মাঝে চরম উদ্বেগ ছড়িয়েছে যখন জানা গেল, এক সাত মাসের শিশু করোনায়(covid) আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে কলকাতার পিয়ারলেস হাসপাতালে। শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও, বয়স কম হওয়ায় চিকিৎসকরা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।(covid) 

স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গেছে, শিশুটির পরিবারে আরও সদস্যদের করোনা পরীক্ষা করা হয়েছে এবং সেখানেও দু-একজনের হালকা উপসর্গ দেখা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন,(covid) শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম হওয়ায় দ্রুত চিকিৎসা শুরু করাই ছিল সবচেয়ে জরুরি। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন এবং নিয়মিত পর্যবেক্ষণে রয়েছে।(covid) 

   

প্রসঙ্গত, গত সোমবার করোনা আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে রাজ্যে। তিনি আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন,(covid) করোনা সংক্রমণের ঝুঁকি এখনও একেবারে শেষ হয়ে যায়নি।(covid) 

সরকারের পক্ষ থেকে নাগরিকদের আবারও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের সংক্রমণ থেকে বাঁচাতে বাড়তি সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।(covid) 

এমন সময় মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলার মতো স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার গুরুত্ব আরও বেশি করে বেড়ে উঠেছে। এছাড়াও, যাদের টিকার বুস্টার ডোজ বাকি রয়েছে, তাদের দ্রুত তা নিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। করোনা এখনও পুরোপুরি বিদায় নেয়নি — এই সতর্কবার্তাই যেন আবার আমাদের সামনে উঠে এল।(covid) 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন