Monday, December 8, 2025
HomeWest BengalKolkata CityCovid-19: বেলেঘাটায় কোভিড পজিটিভ রোগীর মৃত্যু

Covid-19: বেলেঘাটায় কোভিড পজিটিভ রোগীর মৃত্যু

- Advertisement -

ফের রাজ্যে করোনা পজিটিভ রোগীর মৃত্যু। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম সোনালি সরকার। ৪১ বছর বয়স। দক্ষিণ ২৪ পরগনার বড়িয়া বাসিন্দা। গত ২ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই গত ৭ আগস্ট মৃত্যু হয় তার। ষ ৭ তারিখ বিকেলে মারা যান তিনি।

হাসপাতাল সূত্রে খবর, সোনালিদেবীর শরীরে নানা সমস্যা ছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। উল্লেখ্য, গত সপ্তাহেই বর্ধমান মেডিক্যালে চারজন কোভিড পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অনেকেই হাসপাতালে কোভিড নিয়ে চিকিৎসাধীন।

   

বুধবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিডের নতুন প্রজাতি নিয়ে সতর্ক করেছে। EG.5 নামে কোভিডের নয়া স্ট্রেন বিশ্বজুড়ে থাবা বসিয়ে সংক্রমণের হার বাড়াতে পারে বলে সতর্ক করেছে হু। যদিও বর্ধমান মেডিক্যালে কোভিড রোগীদের মৃত্যুর ক্ষেত্রে কোভিড আক্রান্ত হলেও কোমর্বিডিটিকে মৃত্যুর কারণ হিসাবে তুলে ধরছেন চিকিৎসকরা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, কোমর্বিডিটি থাকলেও করোনার ভাইরাস শরীরে থাকার কারণে অন্যান্য রোগের সঙ্গে পাল্লা দিতে সমস্যা হচ্ছে রোগীর। ফলে সহজেই কাবু হয়ে পড়ছেন তারা। কিছু ক্ষেত্রে তা মৃত্যুরও কারণ হচ্ছে দাঁড়াচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular