Tuesday, October 14, 2025
HomeWest BengalKolkata Cityনার্সিং চাকরিতে নিয়োগ নেই কেন দাবিতে ধুন্ধুমার পরিস্থিতি, নামল ব়্যাফ

নার্সিং চাকরিতে নিয়োগ নেই কেন দাবিতে ধুন্ধুমার পরিস্থিতি, নামল ব়্যাফ

নার্সিং চকরি প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ চলছে। নার্সদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি মঙ্গলবারেও।

Advertisements

স্বাস্থ্যভবন চত্বরের সামনে রাস্তার ওপর বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরীপ্রার্থীরা। তাদের সরে যেতে বলে পুলিশ। এরপর রাস্তার অন্য প্রান্তে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা। স্বাস্থ্য ভবনের মুল গেটে ব্যারিকেড সরিয়ে দফায় দফায় প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

Advertisements

বিক্ষোভকারীদের দাবি, তাঁদের বক্তব্য স্বাস্থ্য ভবনের কোনও আধিকারিক যেন এসে কথা বলেন। বৃষ্টির মধ্যে শুরু হয় বিক্ষোভ।

চাকরি প্রার্থীদের বক্তব্য, ৩ বছর ধরে আমরা পড়াশুনা করার পরেও কেন নিয়োগ হচ্ছে না? মুখ্যমন্ত্রী এবিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করুন। তবে স্বাস্থ্য অধিকর্তা উপস্থিত না থাকার কারণে দেখা হয়নি। শুক্রবারের মধ্যে স্বাস্থ্য অধিকর্তা আলোচনায় বসবেন বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে।

নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ব়্যাফ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments