আরজি করে যুবকের মৃত্যু ঘিরে বিতর্ক, পাননি চিকিৎসা?

DEATH

নদিয়ার (RG Kar) এক যুবক জ্বর নিয়ে তিনদিন ভর্তি ছিলেন আরজি করে (RG Kar Death News)। কিন্তু, বিনা চিকিৎসায় প্রাণ গেলো তার। এমনটাই অভিযোগ আনা হয়েছে মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে। বৃহস্পতিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর মৃত্যু হয় এই যুবকের।

Advertisements

পরিবারের তরফ থেকে জানা গেছে, গায়ে প্রবল জ্বর নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি হয়েছিলেন নদিয়ার বছর ২৪-এর যুবক নন্দ বিশ্বাস। মৃত যুবকের বাবা, ছেলের মৃত্যুর সম্পর্কে একেবারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। জ্যোতিষ বিশ্বাস অভিযোগ করেছেন যে মৃত্যুর আগে প্রাথমিক এবং নূন্যতম চিকিৎসাটুকু (Treatment) পায়নি তার ছেলে। চোখের সামনে নিজের ছেলের এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। তাই ছেলের দেহ সৎকার সেরে এসেই আরজি কর হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের সুর তুলেছেন তিনি।

গত সোমবার রোগীকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেইদিন শুধু তার ছেলে চিকিৎসা পেয়েছিল বলে জানান মৃত যুবকের বাবা। তিনি আরো বলেছেন যে মঙ্গলবার থেকে কোনও ডাক্তার বা নার্স কেউই আসেনি তার ছেলের চিকিৎসা করতে। স্যালাইনটুকুও দেওয়া হয়নি তাকে। বৃহস্পতিবার সকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং তারপরই মৃত্যু ঘটে।

Advertisements