HomeWest BengalKolkata Cityশিয়ালদহে সুখবর! নতুন গেট তৈরির কাজ শুরু করল রেল

শিয়ালদহে সুখবর! নতুন গেট তৈরির কাজ শুরু করল রেল

- Advertisement -

ঘোষণা আগেই হয়েছিল। সেই মতো কাজ শুরু (Sealdah) হয়ে গেল। শিয়ালদহ স্টেশনে প্রবেশ ও প্রস্থানের জন্য নতুন গেট তৈরি করছে পূর্ব রেল। ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম (Sealdah) সংলগ্ন প্রফুল্ল দ্বারের সামনে এই গেট তৈরি করা হচ্ছে। আজ, সোমবার থেকে গেট তৈরির কাজ শুরু হয়েছে। চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

রেল সূত্রে খবর, গেটের কাজের জন্য ব্যারিকেড করা হবে। এ জন্য যাত্রীদের কিছুটা অসুবিধার মুখে পড়তে হতে পারে। যাত্রীদের সহযোগিতা চেয়েছে রেল। নিত্যযাত্রীদের বক্তব্য, নতুন গেট হলে শিয়ালদহ উত্তর শাখায় যাত্রীদের ভিড় কমবে। একই সঙ্গে স্টেশনে প্রবেশ ও প্রস্থানের গতিও বৃদ্ধি পাবে।

   

জুলাইয়ের মাঝামাঝি এই গেট চালু হতে পারে বলে খবর। এর ফলে জুলাইতেই জোড়া উপহার পেতে পারেন যাত্রীরা – এক, সমস্ত ট্রেনে ১২টি কামরা আর দুই, প্রবেশ-প্রস্থানের জন্য নতুন গেট উদ্বোধন। শিয়ালদহ স্টেশনে মসৃণভাবে প্রবেশ ও প্রস্থান করার জন্য এই গেট বানানোর উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। এই গেট চালু হলে যাত্রীদের একটা বড় অংশ উপকৃত হবেন।

ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে শিয়ালদহ স্টেশনের প্রফুল্ল দ্বার (১ নম্বর স্টেশনের পাশের গেট)। টিন দিয়ে সিল করে দেওয়া হয় ওই গেট। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা। বহুবার ওই গেট খুলে দেওয়ার দাবি উঠলেও তা মানা হয়নি। এ নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল। একই সঙ্গে স্টেশন লাগোয়া দোকানদারও ক্ষুব্ধ ছিলেন।

অবশেষে যাত্রী ও ব্যবসায়ীদের সেই ক্ষোভ মিটতে চলেছে। যাত্রীদের সুবিধার্থে ১ ও ২ নম্বর স্টেশনে সামনের অংশে নতুন গেট বানাতে চলেছে রেল। সেই কাজই আজ শুরু হল। চলবে টানা ১০ দিন। আর তারপরই বড় উপহার পাবেন যাত্রীরা।

শিয়ালদহে বাতিল একের পর এক লোকাল ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular