HomeWest BengalKolkata CityLoksabah election 2024: কাঁথির কংগ্রেস প্রার্থী কি টেক্কা দিতে পারবে অধিকারী গড়ে,...

Loksabah election 2024: কাঁথির কংগ্রেস প্রার্থী কি টেক্কা দিতে পারবে অধিকারী গড়ে, নাকি ঘাসফুলেই হবে বাজিমাত

- Advertisement -

শনিবার রাতে শনিবার ওড়িশার তিন আসনসহ বাংলার কাঁথি লোকসভা আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। যদিও প্রার্থী তালিকায় বিশেষ কোনও চমক নেই। দীর্ঘদিনের কংগ্রেস কর্মীকেই অধিকারী গড়ে টিকিট দিয়েছে জাতীয় কংগ্রেস। ঊর্বশী ভট্টাচার্যকে কাঁথি কেন্দ্রের টিকিট দিয়েছে রাহুল গান্ধীর দল। পেশায় আইনজীবী ঊর্বশী ভট্টাচার্যকে কি পারবে অধিকারী গড়ে হাত চিহ্ন স্থাপন করতে নাকি শিশির বাবুর ছেলে হাসতে হাসতে দিল্লি যাবে সেটাই দেখার। তবে ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী উত্তম বাড়িকও জোর টক্কর দিতে পারে বলে মত রাজনৈতিক মহলের।

শান্তিকুঞ্জের অভিভাবক শিশির অধিকারী দীর্ঘদিন কাঁথির সাংসদ থেকেছেন। তবে এবার কাঁথি থেকে প্রার্থী হয়েছেন শিশিরবাবুর ছোট ছেলে সৌমেন্দু অধিকারী। তিনি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। অনেক রাজনৈতিক মহলের মতে কংগ্রেস ওই কেন্দ্রে ঊর্বশী ভট্টাচার্যকে প্রার্থী করে কি অধিকারীদের কাজটা সহজ করে দিল। পেশায় আইনজীবী উর্বষী ভট্টাচার্য কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। বঙ্গ রাজনীতিতে একেবারে সামনের সারিতে না থাকলেও, রাজনীতির আঙিনায় একেবারেই নবাগতা নন তিনি। এক দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত। দিল্লি নেতৃত্বদের সঙ্গে তাঁর ভালই ওঠাবসা।

   

যদিও কাঁথি তাঁর চেনা গড় না হলেও তিনি লড়াই করতে প্রস্তুত। অন্যদিকে তৃণমূলের উত্তম বারিকও জোর টক্কর দিতে পারে বলে মত রাজনৈতিক মহলের। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে কাঁথিতে। দেখার বিষয় শেষ পর্যন্ত কাঁথির আসন কার দখলে যায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular