HomeWest BengalKolkata Cityচোপড়ায় হিংসা পৌঁছালো আদালতে, আজই শুনানি

চোপড়ায় হিংসা পৌঁছালো আদালতে, আজই শুনানি

- Advertisement -

মনোনয়ন জমা নিয়ে চোপড়ায় হিংসা পৌঁছালো আদালতে। হাইকোর্টে কংগ্রেসের তরফে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত।শুক্রবার‌ এই মামলার শুনানি।

প্রসঙ্গত, মনোনয়ন ঘিরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের চোপড়া। বৃহস্পতিবার ছিল বাম কংগ্রেস জোটের মনোনয়নের দিন। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়।

   

অভিযোগ ওই এলাকায় আগে থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে দাঁড়িয়েছিল। হেঁটেই মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন জোট প্রার্থীরা। দুষ্কৃতিরা তাঁদের পথ আটকায়। তাদের মনোনয়ন জমা দিতে বাধা দেয়।

ভিড়ের মধ্যে থেকে গুলি চলে। ৩ জন জোট প্রার্থী জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চোপড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেই সংঘর্ষের সময়ে এলাকায় কোনও পুলিশ লক্ষ্য করা যায়নি ।

উল্লেখ্য, পঞ্চায়েতে চোপড়ায় ভোট না হওয়ার সম্ভাবনা প্রবল । চোপড়ায় ৮টি পঞ্চায়েতে ২১৭ টি আসন। ২১৪ আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। ৩টি আসনে মনোনয়ন দিয়েছে নির্দল প্রার্থী। তারা যদি মনোনয়ন তুলে নেন, তাহলে ভোট হবে না চোপড়ায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular