পুরভোটে বাহিনীর বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে, বলল হাইকোর্ট

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ইস্যুতে এবার চূড়ান্ত সিদ্ধান্তের ভার রাজ্য নির্বাচন কমিশনের দিকে ঠেলল কলকাতা হাইকোর্ট। বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে বৃহস্পতিবার আদালত জানিয়েছে, ‘মুখ্য ও স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং আইজির সঙ্গে আলোচনা করবে কমিশন। ১২ ঘণ্টার মধ্যে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কমিশন। ‘

আগামী শনিবার বিধাননগরে ভোট। তার আগে আদালত আরও বলেছে, ‘কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন ঝলে অবিলম্বে উপযুক্ত কর্তৃপক্ষকে জানাতে হবে। কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই বলে সেই জায়গায় যদি গন্ডগোল হয় তাহলে তার সব দায় হবে কমিশনারের।’

   

হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ‘সব পুরভোটের গণনা একদিনে চাইলে ২৪ ঘণ্টার মধ্যে আবেদন করতে হবে। এসব বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিক কমিশন।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন