HomeWest BengalKolkata Cityঝঞ্ঝার ঝঞ্ঝাট কাটিয়ে ১৩-তে নামল কলকাতার পারদ, কোথায় কতটা নামল পারদ?

ঝঞ্ঝার ঝঞ্ঝাট কাটিয়ে ১৩-তে নামল কলকাতার পারদ, কোথায় কতটা নামল পারদ?

- Advertisement -

Temperature in Kolkata: জানুয়ারি মাসের শুরু থেকেই উত্তুরে হাওয়ার দাপটে চেনা ছন্দে ঠান্ডা পড়েছিল। মাঝের কয়েক দিন খানিকটা বিরতি নিলেও প্রথম এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও তাতে ছেদ পড়ে। কিন্তু আগামী কদিনের আবহাওয়ার স্বস্তি পাবে রাজ্যবাসী।

হাওয়া অফিসের পূর্বাভাস মতোই, বুধবার ২ ডিগ্রি তাপমাত্রা কমে শহর ও শহড়তলিতে। বৃহস্পতিবারেও সর্বত্র আরও ১ ডিগ্রি নামে। আজ শুক্রবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নেমে এসেছে। তবে কনকনে ঠান্ডা বা জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই।

   

পাশাপাশি আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলায় পারদ ১০ ডিগ্রির নীচে নামবে বেশ কিছু জেলায়। তবে ৫ দিন পরে ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বাড়তে পারে।

রাজ্যজুড়ে রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রা (°সে)
দার্জিলিং : ৩.৬
কালিম্পং : ৮.৩
পুরুলিয়া : ৯.১
শুশুনিয়া : ৯.৩
ঝাড়গ্রাম : ১১
আলিপুরদুয়ার : ১১
উলুবেড়িয়া : ১১.২
বহরমপুর : ১১.২
কাঁথি : ১২
মগরা-বাগাটি : ১২
বাঁকুড়া : ১২.৩
বালুরঘাট : ১২.৫
বাগডোগরা : ১২.৬
জগৎবল্লভপুর : ১২.৮
সিউড়ি : ১৩
কৃষ্ণনগর : ১৩.৪
দুর্গাপুর-অন্ডাল বিমানবন্দর : ১৩.৫
আমতা : ১৩.৫
শিলিগুড়ি : ১৩.৫
তারকেশ্বর : ১৩.৭
বর্ধমান : ১৩.৮
ডায়মন্ড হারবার : ১৪
পানাগড় : ১৪
কল্যাণী : ১৪
মেদিনীপুর : ১৪.১
আসানসোল : ১৪.১
শান্তিনিকেতন : ১৪.২
নিমপীঠ : ১৪.২
তমলুক : ১৪.৬
কলাইকুন্ডা : ১৪.৭
জলপাইগুড়ি : ১৪.৯
জয়ন্তী : ১৪.৯
ব্যারাকপুর : ১৫
রায়গঞ্জ : ১৫
দীঘা : ১৫.১
বসিরহাট : ১৫.৩
কোচবিহার : ১৫.৪
অশোকনগর : ১৫.৪
রামশাই : ১৫.৫
ক্যানিং : ১৫.৬
মালদা : ১৫.৮
রাজপুর সোনারপুর : ১৫.৮
আলিপুর : ১৬
হলদিয়া : ১৬
দমদম : ১৬.৪
সল্টলেক : ১৬.৫
বেলঘড়িয়া : ১৭.৬
রায়দিঘি : ১৮

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular