HomeWest BengalKolkata CityCoal Scam: কয়লা পাচার মামলায় জামিন পেল বিকাশ মিশ্র

Coal Scam: কয়লা পাচার মামলায় জামিন পেল বিকাশ মিশ্র

বিকাশ মিশ্রর পলাতক ভাই বিনয়ের সঙ্গে কিছু TMC নেতাদের যোগ বলে অভিযোগ।

- Advertisement -

কয়লা পাচার (Coal Scam) কাণ্ডে জামিন পেল বিকাশ মিশ্র। তাতে শর্ত সাপেক্ষ জামিন দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।

পাসপোর্ট জমা রে়খে ও পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনের নির্দেশ দিয়েছে আদালত। কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র।

   

বিস্তারিত খবর পড়ুন: 

  • বিকাশের ভাই বিনয় মিশ্র পলাতক।
  • বিনয় ভারত থেকে পালিয়ে ভানুয়াটু দ্বীপে আশ্রয় নিয়েছে।

সিবিআই তদন্তে উঠে এসেছে বিনয়ের সঙ্গে তৃ়ণমূল কংগ্রেসের কয়েকজনের ঘনিষ্ঠ যোগাযোগ আছে।

কয়লা পাচার কাণ্ডের তদন্তে বিনয় মিশ্রর ভাই বিকাশকে দিল্লি থেকে গ্রেফতার করেছিল সিবিআই। তাকে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে রাখা হয়। তার আগে আসানসোলের সংশোধনাগারে থাকার সময় অসুস্থ হয়ে পড়েছিল বিকাশ মিশ্র।এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রেসিডেন্সি জেলে আছে বিকাশ। আদালতের নির্দেশে এবার শর্তসাপেক্ষে জামিন পেল কয়লা পাচার কাণ্ডের অন্যতম এই অভিযুক্ত।

কয়লা পাচারকাণ্ডে বিকাশের দাদা বিনয় মিশ্র ফেরার। বিনয় মিশ্র এবং বিকাশ মিশ্রের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এই সম্পত্তির আনুমানিক মূল্য ১৩ কোটি টাকার বেশি।

তদন্তে উঠে এসেছে, বিনয় এবং বিকাশ মিশ্রের সঙ্গে প্রায় ৭০০ কোটি টাকা লেনদেন করেছে কয়লা মাফিয়ারা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular