আচমকা রাজ্যপাল সাক্ষাতে মমতা, বাইরে হবু শিক্ষকদের প্রতিবাদ

হঠাৎ রাজভবনে মুখ্যমন্ত্রী! রাজ্যপালের সঙ্গে সংঘাত চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ও জগদীপ ধনখড়ের বৈঠক ঘিরে আলোড়ন পড়ল। এর মাঝে রাজভবনের সামনে হবু শিক্ষক চাকরিপ্রার্থীদের জমায়েত ঘিরে…

হঠাৎ রাজভবনে মুখ্যমন্ত্রী! রাজ্যপালের সঙ্গে সংঘাত চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ও জগদীপ ধনখড়ের বৈঠক ঘিরে আলোড়ন পড়ল। এর মাঝে রাজভবনের সামনে হবু শিক্ষক চাকরিপ্রার্থীদের জমায়েত ঘিরে ধুন্ধুমার কান্ড। তাদের দাবি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বাধা দিয়েছে পুলিশ।

Advertisements

বৃহস্পতিবার আচমকা রাজভবনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী রাজভবনে পৌঁছেছেন খবর পেয়েই রাজভবনের গেটে শুয়ে বিক্ষোভ শুরু করেন চাকরি পার্টির। বিরাট পুলিশ বাহিনী গিয়ে তাদের হটিয়ে দেয়।

Advertisements

আগামী ১০ জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন। সেই অধিবেশনে রাজ্যপালের পরিবর্তে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে আনার পরিকল্পনা রয়েছে শাসক দলের। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির ভিজিটর পদ থেকে সরানো হবে রাজ্যপালকে। তার আগে মুখ্যমন্ত্রী রাজভবনে উপস্থিত হতেই জল্পনা বেড়েছে।

বৃবস্পতিবার পাঁচটা নাগাদ রাজভবনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়ে শহীদ মিনারের সামনে অনশনরত এসএলএসটি চাকরিপ্রার্থীদের একাংশ ছুটে আসেন রাজভবনের দিকে। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি জানান তাঁরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন।

বিক্ষোভকারীদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে এসেছিলাম কিন্তু পুলিশ জোর করে আমাদের সরিয়ে দিল।