Durga Puja: কোষাগারে প্রবল চাপ, দু্র্গা পুজোর ক্লাব অনুদান বেড়ে ৭০ হাজার

গত বছর পুজো অনুদান বাবদ রাজ্যের খরচ হয়েছিস প্রায় ২৪০ কোটি টাকা। এবার অনুদানের পরিমান ৩০০ কোটি ছাড়াবে বলে অনুমান করা হচ্ছে।

রাজ্য কোষাগারে প্রবল চাপ তৈরি হল। মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার শারদীয়া দুর্গা পুজোর জন্য আরও দরাজ হলেন। তিনি জানান এবার দুর্গা পুজো (Durga Puja) উপলক্ষ্যে ক্লাব পিছু সরকারি অনুদান হবে ৭০ হাজার টাকা। গতবার ছিল ৬০ হাজার টাকা। মুখ্যমন্ত্রী এবার অনুদানের টাকা দশ হাজার টাকা বাড়িয়েছেন।

এর আগে তিনি ইমাম ভাতা বৃদ্ধির অনুষ্ঠানে বলেছিলেন, ক্ষমতা কম। তাই ৫০০ টাকা ভাতা বাড়ানো হলো। তাঁর এই ঘোষণার পর ইমামদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। বেশিরভাগ বলেছেন, এবার ভাবার সময় হয়েছে। উনি সংখ্যালঘুদের নিয়ে খেলছেন বলেও অভিযোগ করেছেন একাংশ ইমাম।

   

এবার দুর্গা পুজোয় ক্নাব পিছু ৭০ হাজার টাকার অনুদান ঘোষণার পর ফের রাজ্যের কোষাগারে বিপুল ধাক্কার বিষয়টি আলোচনায়। অভিযোগ, কোষাগারে অর্থের যোগান কম বলে সরকারি কর্মচারিদের দাবি মতো ডিএ বৃদ্ধি করেনি রাজ্য্ সরকার কিন্তু ক্নাব পিছু ৭০ হাজার টাকা দিচ্ছে রাজ্য।

মঙ্গলবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবছর ৭০ হাজার টাকা করে অনুদান পাবে প্রতিটি ক্লাব। সঙ্গে সরকারি বিজ্ঞাপন পাবে ক্লাবগুলি। তিনি বলেন, রাজ্যে এখন ৪০ হাজার বারোয়ারি পুজো হয়। তার মধ্যে ৩ হাজার হয় কলকাতায়। গত বছর পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে দিয়ে পুজো অনুদান বাবদ রাজ্যের খরচ হয়েছিস প্রায় ২৪০ কোটি টাকা। এবার সেই অনুদানের পরিমান ৩০০ কোটি ছাড়াবে বলে অনুমান করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেছেন,চলতি বছর ২৬ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে বলে জানিয়েছেন মমতা। ২৭ অক্টোবর লক্ষ্মীপুজোর আগের দিন পুজো কার্নিভাল হবে কলকাতা সহ জেলায় জেলায়। পুজো উদ্যোক্তাদের নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানান তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন