HomeWest BengalKolkata Cityযাদবপুর: ব়্যাগিং রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন ঘোষণা মুখ্যমন্ত্রীর

যাদবপুর: ব়্যাগিং রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন ঘোষণা মুখ্যমন্ত্রীর

- Advertisement -

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-মৃত্যুর ঘটনার পর ব়্যাগিং রুখতে চালু হল ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর। মঙ্গলবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক চলাকালীন ২৪ ঘণ্টার জন্য নতুন হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ ঘণ্টার জন্য নতুন হেল্পলাইন নম্বর ঘোষণা করার সময় জানান যে কোনও পড়ুয়া ব়্যাগিং-এর শিকার হলে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন।

রাজ্যে চালু হল অ্যান্টি র‍্যাগিং হেল্প লাইন। নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের ফাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হেল্প লাইনের সূচনা করেন। এই হেল্প লাইনের নম্বর হল 1800 3455678

   

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং সংক্রান্ত অভিযোগ এই হেল্পলাইনে ফোন করে জানানো যাবে। পুলিশ অভিযোগ নিয়ে জেলাস্তরের অ্যান্টি র‍্যাগিং কমিটির কাছে পাঠানো হবে। তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে রিপোর্ট নিয়ে ব্যবস্থা নেবে।নিরাপত্তার স্বার্থে অভিযোগকারীর নাম গোপন রাখা হবে।

পুলিশের তরফে জানানো হয়েছে, র্যা গিং-এর ঘটনা ঘটলে দিনের যে কোনও সময় ওই নম্বরে ফোন করা যাবে। ফোন পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। জেলায় জেলায় যে অ্যান্টি-র্যা গিং কমিটি আছে, তাদেরকে বিষয়টি জানানো হবে। সেখান থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular