HomeWest BengalKolkata CityICCR-এর বাইরে বিশৃঙ্খলা, হাতাহাতিতে জড়ালেন আইনজীবী ও BJP যুব নেতা

ICCR-এর বাইরে বিশৃঙ্খলা, হাতাহাতিতে জড়ালেন আইনজীবী ও BJP যুব নেতা

- Advertisement -

আইসিসিআর- এ বৈঠকে প্রকাশ জাভড়েকর। এদিকে বাইরে হাতাহাতিতে জড়ালেন দুই ব্যক্তি। জানা গিয়েছে, এক আইনজীবী ও বিজেপির এক যুব নেতার মধ্যে এইদিন হাতাহাতি হয়। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। 

শনিবার নরেন্দ্র মোদীর শাসনকালের সুফল তুলে ধরতে কলকাতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। আর তাতে বক্তৃতা দিতে এসেছিলেন স্বয়ং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর । যখন তিনি আইসিসিআর-এ বক্তৃতা দিচ্ছিলেন ঠিক তখনই বাইরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।

   

জানা গিয়েছে, এদিন সব্যসাচী রায়চৌধুরী নামের এক আইনজীবীকে মারধর করতে শুরু করেন বিজেপি-র অভিজিৎ নাহা। সব্যসাচীকে তৃণমূলের দালাল, তোলাবাজ বলে কটাক্ষ করেন বিজেপির যুব নেতা। কলারও ধরতে দেখা যায় অভিজিৎকে। সংবাদমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সব্যসাচীর উদ্দেশে অভিজিৎ বলছেন, “আপনি তৃণমূলের দালাল। আইপিএস বলে পরিচয় দিয়ে টাকা তোলেন। সিবিআই-এর নাম করে টাকা তোলেন বিভিন্ন জায়গায়। দলের নেতাদের নাম করে গরিব, বেকার ছেলেমেয়েদের কাছ থেকে টাকা তোলেন।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular