HomeWest BengalKolkata Cityঅথৈ জলে রোগী পরিষেবা! জরুরী বৈঠকে জেলাশাসকদের সঙ্গে মুখ্যসচিব

অথৈ জলে রোগী পরিষেবা! জরুরী বৈঠকে জেলাশাসকদের সঙ্গে মুখ্যসচিব

- Advertisement -

আরজি কর মেডিকেল (Rg Kar medical college) কলেজের আঁচ ছড়িয়ে পড়েছে সারা রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্তে। কলকাতা থেকে জেলার বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে। রোগীরা একের পর এক হাসপাতালে ঘুরে প্রবল অসুবিধার মুখে পড়ছে। এরইমধ্যে বিকেল সাড়ে চারটে থেকে সব জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্য সচিব। বিকেল সাড়ে চারটে থেকে সব জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্য সচিব। বৈঠকে স্বভাবতই জেলায় জেলায় চলা চিকিৎসকদের কর্মবিরতির বিষয়টি উঠতে পারে বলেও সূত্রের খবর।

কাউকে সন্দেহ হলে গুরুত্ব দিয়ে তদন্ত হবে, পড়ুয়াদের আশ্বাস সিপি বিনীত গোয়েলের

   

শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে হাসপাতালের চার তলার সেমিনার হলে। তার পর থেকেই প্রতিবাদ আন্দোলনে নেমেছে কলকাতার সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। রবিবার থেকে খাতায় কলমে আপৎকালীন বিভাগের পরিষেবাও বন্ধ করেছেন তাঁরা। এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, আরজি করে সোমবারও যা চলছে। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন, নিরাপদ বোধ করছে না বলেই কাজে যোগ দিচ্ছেন না। তবে একই সঙ্গে তাঁরা জানিয়েছেন জোর করে কোনও পরিষেবা বন্ধ করা হয়নি।

আজ শিয়ালদহ-হাওড়া ডিভিশনে বাতিল প্রচুর লোকাল ট্রেন, দেখুন তালিকা

আর জি করের ঘটনায় আজ থেকে দেশজুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসকদের। চিকিৎসক খুনে সরব ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। দেশজুড়ে সোমবার থেকে কর্মবিরতি জুনিয়র ডাক্তার-ইন্টার্নদের। দিল্লির একাধিক হাসপাতালেও এদিন থেকে কর্মবিরতি ঘোষণা। প্রসঙ্গত এই বিষয় নিয়েই আজ বিকেলে মুখ্যসচিব বৈঠকে বসতে চলেছেন বলে খবর। রাজ্যের তরফে স্পষ্ট বলা হয়েছে, কোনও ভাবেই যেন রোগী পরিষেবা ব্যাহত না নয়। সোমবার সকালে নির্যাতিতার বাড়িতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলছেন নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular