Mamata Banerjee: মন্ত্রী-বিধায়কদের বিপুল টাকা ভাতা বৃদ্ধি করল মমতা সরকার

রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বেতন বাড়ল। প্রত্যেক বিধায়কের ৪০ হাজার টাকা করে বেতন বাড়িয়ে দিল রাজ্য সরকার। কোষাগারে আর্থিক সংকটের মাঝেও পাঁচগুণ বেশি এই বৃদ্ধি। …

রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বেতন বাড়ল। প্রত্যেক বিধায়কের ৪০ হাজার টাকা করে বেতন বাড়িয়ে দিল রাজ্য সরকার। কোষাগারে আর্থিক সংকটের মাঝেও পাঁচগুণ বেশি এই বৃদ্ধি।  বিধায়কদের বেত ১০ হাজার টাকা থেকে বেড়ে নতুন হল ৫০ হাজার টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। 

Advertisements

তবে মুখ্যমন্ত্রী নিজে কোনও বেতন নিচ্ছেন না। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন আপনি বেতন নেন না সেটা আপনার মহানুভবতা। কিন্তু সংশোধনটা আপনার ক্ষেত্রে হলেও ভাল হত। অন্তত খাতায়-কলমে। নইলে ঠিক দেখায় না। অধ্যক্ষের এই প্রস্তাব  নমস্কার করে খারিজ করে দেন মমতা।

Advertisements

শারোদতসবের আগে পাঁচগুণ বেতন বৃদ্ধিতে সরকারপক্ষ ও বিরোধীপক্ষের বিধায়করা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তবে এদিন পশ্চিমবঙ্গ দিবস পালন ইস্যু নিয়ে দুপক্ষের তীব্র বাকযুদ্ধ চলে। সংগরিষ্ঠতার জেরে সরকারপক্ষ পয়লা বৈশাখ দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে প্রস্তাব পাশ করায়। রাজ্যপাল এতে সম্মতি না দিলে সরকার নিজ উদ্যোগে দিনটি পালন করবে বলে জানান মুখ্যমন্ত্রী।